ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ১২

প্রকাশিত: ১১:৫৮, ১৮ এপ্রিল ২০১৯

আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ১২

সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর, ১৭ এপ্রিল ॥ উপজেলার ময়না ইউনিয়নের বেলজানী গ্রামে আওয়ামী লীগের বিবদমান দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। বুধবার সকালে পুলিশ অভিযান চালিয়ে উভয় পক্ষের ১২জনকে গ্রেফতার করেছে। এ সময় ঢাল-সুড়কিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে। জানা গেছে, রউফ মাতুব্বরকে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় তার ছেলে বাবলু মাতুব্বর বাদী হয়ে সবুজ মেম্বার গ্রুপের ৫২জনকে আসামি করে মামলা করে। অপরদিকে হামলা ও ভাংচুর লুটপাটের অভিযোগে সবুজ গ্রুপের জিন্না মিয়া বাদী হয়ে আলাউদ্দিন মাতুব্বর গ্রুপের ৭০জনকে আসামি করে অভিযোগ দেয়। বুধবার সকালে মামলা নথিভুক্ত করা হয়। ইবিতে যৌন হয়রানির প্রতিবাদ ইবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বুধবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মৃত্যুঞ্জয়ী মুজিবের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিরাপদ স্বদেশ আমার অধিকার মুজিবনগর দিবসের অঙ্গীকার, নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠান চাই, বাসে চবি রাস্তায় নোবিপ্রবি পরে কোথায় কিভাবে?, ধর্ষকের জাত নাই আমরা তার ফাঁসি চাই, মা-বোনদের জন্য নিরাপদ দেশ আমার অধিকার এমন বিভিন্ন প্রতিবাদী স্লোগান লেখা সম্বলিত প্লাকার্ড হাতে মানববন্ধন করেছে বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত ১১ এপ্রিল বিকেলে চট্টগ্রাম নগরীতে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এক ছাত্রীকে চলন্ত বাসে ধর্ষণের চেষ্টা করে বাস চালক ও সহযোগীরা। তখন চলন্ত বাস থেকে লাফিয়ে জীবন বাঁচান ওই ছাত্রী। এদিকে মঙ্গলবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ইংরেজী বিভাগের এক ছাত্রী হামলার শিকার হন। এজন্য তিনি সদর থানায় মামলা করেন। যৌন হয়রানি ও হত্যার উদ্দেশে তাকে হামলা করা হয় বলে তিনি মামলায় উল্লেখ করেন। সম্প্রতি দেশে বিভিন্ন ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনার সুষ্ঠু বিচার দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। শামিমুল ইসলাম সুমনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলা বিভাগের ফেরদাউসুর রহমান সোহাগ, জি কে সাদিক প্রমুখ।
×