ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

তুরাগ তীর থেকে তিন কোম্পানিসহ ৯৬ অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ১১:১০, ১৭ এপ্রিল ২০১৯

তুরাগ তীর থেকে তিন কোম্পানিসহ ৯৬ অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার ॥ বিআইডব্লিউটিএ’র অভিযানে মঙ্গলবার তিন কোম্পানিসহ ছিয়ানব্বই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। নিলামে বিক্রি করা হয়েছে ২২ লাখ চুয়াল্লিশ হাজার টাকার জব্দকৃত মালামাল। উদ্ধার হয়েছে প্রায় চার একর জায়গা। তুরাগ নদের উভয় পাড়ে উচ্ছেদ অভিযান চালানো হয়। ধউর সেতু থেকে শুরু হয়ে প্রত্যাশা সেতুর পশ্চিমপাড়ে এসে অভিযান শেষ হয়। অভিযানে নেতৃত্ব¡ দেন নির্বাহী হাকিম মোঃ মোস্তাফিজুর রহমান। নির্দেশনা দিয়েছেন বিআইডাব্লিটিএর যুগ্ম-পরিচালক এ কে এম আরিফ উদ্দীন। সহযোগিতায় ছিলেন বিআইডাব্লিটিএ’র অন্যান্য কর্মকর্তাসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, পুলিশ ও আনসার সদস্য।
×