ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ভালুকায় কারখানায় অগ্নিকান্ড

প্রকাশিত: ১১:৪৮, ৭ এপ্রিল ২০১৯

ভালুকায় কারখানায়  অগ্নিকান্ড

নিজস্ব সংবাদদাতা, ভালুকা ময়মনসিংহ ৬ এপ্রিল ॥ ভালুকা উপজেলার পাড়াগাঁও শিরিরচালা সিনটেক্স পলিমার ইন্ডাস্ট্রিজের একটি কারখানায় শনিবার দুপুরে এক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ঘটনার সময় ওই কারখানার তুলা ও ফোমের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই গুদামে রাখা কার্পেট, ফোম, তুলা ও প্লাস্টিকের আসবাবপত্র পুড়ে ভস্মীভূত হয়। এতে প্রায় ৫০/৬০ কোটি টাকার মালামালের ক্ষতি হয়েছে। চট্টগ্রামে সুপার শপ স্টাফ রিপোর্টার চট্টগ্রাম অফিস থেকে জানান, নগরীর কাজীর দেউড়ি এলাকার শপিং ব্যাগ নামে একটি সুপার শপে শনিবার সকালে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে বহুতল বিশিষ্ট সুপার শপ ভবনটির দ্বিতীয় তলার কিছু অংশ পুড়ে যায়। ক্ষতির পরিমাণ কোটি টাকারও বেশি বলে সুপার শপ মালিক কর্তৃপক্ষ জানিয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, বৈদ্যুতি শটসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত। ভোর সাড়ে ৬টার দিকে শীতাতপ নিয়ন্ত্রণের ডার্ক রুম থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। নোয়াখালীতে ২০ দোকান নিজস্ব সংবাদদাতা নোয়াখালী থেকে জানান, নোয়াখালীর অন্যতম ব্যবসাকেন্দ্র হিসেবে প্রসিদ্ধ বেগমগঞ্জের চৌমুহনীতে ভয়াবহ অগ্নিকান্ডে ২২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করছেন। শুক্রবার গভীর রাতে চৌমুহনীর মহেশগঞ্জ বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
×