ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আবৃত্তি ও সঙ্গীত সঙ্কলনের মোড়ক উন্মোচন

প্রকাশিত: ১০:০০, ১০ মার্চ ২০১৯

 আবৃত্তি ও সঙ্গীত সঙ্কলনের  মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পুরস্কারপ্রাপ্ত আবৃত্তিশিল্পী নাসরীন সুলতানা ছুটি। একইসঙ্গে উন্মোচিত হলো তার ‘না পাঠানো চিঠি’ শিরোনামে আবৃত্তি এবং ‘তুমি এসো কাছে’ শিরোনামের রবীন্দ্র সঙ্গীতের সঙ্কলন। শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘একি লাবণ্যে পূর্ণ প্রাণ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ এবং সঙ্গীত শিক্ষক ড. রেজোয়ান আলী। মোড়ক উন্মোচন শেষে শুরু হয় নাসরীন সুলতানা ছুটির একক পরিবেশনা। ‘সকাতরে ওই কাঁদিছে সকলে শোন শোন পিতা’ রবীন্দ্র সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় তার পরিবেশনা। এরপর তিনি আবৃত্তি করেন রবীন্দ্রনাথ ঠাকুরের ‘তোমায় খোঁজা শেষ হবে না মোর’, মল্লিকা সেনগুপ্তের ‘কন্যাশ্লোক’, কবিতা সিংহের ‘আমি সেই মেয়েটি’, দেবব্রত সিংহের ‘বানভাসি’, বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের ‘তিন পাহাড়ের’, সৈয়দ শামসুল হকের ‘পরানের গহীন ভিতর’, জয় গোস্বামীর ‘প্রাক্তন’, সঞ্জীব চট্টোপাধ্যায়ের ‘হাল ছেড়ো না মাঝি’; সুকুমার রায়ের ‘ঠিকানা’, কাজী নজরুল ইসলামের ‘মন্দির ও মসজিদ’। এরপর হুমায়ূন আহমেদের শ্রুতিনাটক ‘হাসান আলী’ আবৃত্তি করেন। সবশেষে রবীন্দ্র সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় এ অনুষ্ঠান।
×