ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ঢাকা উত্তরে মেয়র পদে ৬ প্রার্থী

প্রকাশিত: ১১:১৫, ৩১ জানুয়ারি ২০১৯

ঢাকা উত্তরে মেয়র পদে ৬ প্রার্থী

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ প্রার্থী। বুধবার মনোনয়নপত্র জমার শেষ দিন পর্যন্ত মোট ছয় প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। প্রার্থীদের মধ্যে গত মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। বুধবার শেষ দিনে আর ৫ প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন রিটার্নিং কর্মকর্তার কাছে। আগামী শনিবার প্রার্থীদের এসব মনোনয়নপত্র বাছাই করা হবে। ঢাকা উত্তর সিটির মেয়র পদে অংশ নেয়া ৬ প্রার্থীর মধ্যে রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম, জাতীয় পার্টির প্রার্থী ব্যান্ড সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ, প্রগতিশীল গণতান্ত্রি পার্টির পক্ষ থেকে শাহীন খান, জাতীয়তাবাদী গণতান্ত্রি আন্দোলন (এনডিএম) ববি হাজ্জাজ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আনিসুর রহমান দেওয়ান এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন নর্থ সাউথ প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম। এর মধ্যে আতিকুল ইসলাম বাদে বাকি সবাই শেষ দিনে তাদের মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেন। কিশোরগঞ্জ-১ আসনে মনোনয়পত্র জমা শেষ তারিখ আজ ॥ এদিকে ঢাকা উত্তর সিটির পাশাপাশি গত ২২ জানুয়ারি কিশোরগঞ্জ-১ সংসদীয় আসনের নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এই আসনের নির্বাচিত এমপি আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে আসন শূন্য হওয়ায় এই তফসিল ঘোষণা করা হয়েছে। জাপার মেয়র প্রার্থী শাফিন আহমেদ ॥ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচনে ব্যান্ডশিল্পী শাফিন আহমেদকে মনোনয়ন দিয়েছে বিরোধী দল জাতীয় পার্টি। বুধবার দলটির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা রাজধানীর বনানীতে দলীয় চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের রাজনৈতিক কার্যালয়ে শাফিন আহমেদকে চূড়ান্ত অনুমোদন দেয়ার কথা জানান। দুই দিন আগে এই কার্যালয় থেকেই জাতীয় পার্টির পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন শাফিন। এর বাইরে ব্যবসায়ী হাসিবুল ইসলাম জয়ও এবার ঢাকা উত্তরের মেয়র হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য দুজন জাতীয় পার্টির ফরম কিনলেও শেষ পর্যন্ত শাফিন আহমেদকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে বলে উপ-দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান জানান। জনপ্রিয় ব্যান্ডদল মাইলসের লিড ভোকাল শাফিন লাঙ্গল প্রতীক নিয়েই মেয়র পদে লড়বেন বলে জানান তিনি।
×