ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

দারোগার ওপর হামলা ॥ অস্ত্র ছিনতাইয়ের পর ফেরত

প্রকাশিত: ১০:২১, ২৮ জানুয়ারি ২০১৯

 দারোগার ওপর হামলা ॥ অস্ত্র ছিনতাইয়ের পর ফেরত

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২৭ জানুয়ারি ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে মৌটুসি নামে এক নারীর কাছ থেকে স্বর্ণের চেন ছিনতাইকে কেন্দ্র করে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা এক দারোগার ওপর হামলা চালিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় দারোগার কাছ থেকে গুলিভর্তি পিস্তল ছিনিয়ে নেয়া হয়। পরে পুলিশ প্রশাসনের চাপের মুখে ছিনিয়ে নেয়া পিস্তলটি ফিরিয়ে দেয়া হয়। শনিবার রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের টেলাপাড়ায় ঘটে এ ঘটনা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার বলাইখা এলাকার মাহমুদ ও তার স্ত্রী মৌটুসি সন্ধ্যার পর আমলাব এলাকা দিয়ে নিজ বাড়িতে আসছিলেন। শিংলাব এলাকায় পৌঁছামাত্র একদল ছিনতাইকারী স্বামী-স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এ সময় মৌটুসির গলায় থাকা একটি স্বর্ণের চেন ছিনিয়ে নেয়। পরে স্বামী-স্ত্রী ভুলতা পুলিশ ফাঁড়িতে এসে ছিনতাইয়ের বিষয়ে অভিযোগ করেন। এ অভিযোগের ভিত্তিতে ভুলতা পুলিশ ফাঁড়ির দারোগা নাদিরুজ্জামান, এএসআই রাশেদ, এটিএসআই ফারুক ও কনস্টেবল কবির ঘটনাস্থলে গিয়ে সন্দেহজনকভাবে এক যুবককে আটক করে। এক পর্যায়ে ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হামজালাকেও আটক করে। হামজালাকে আটক করায় তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার সময় দারোগা নাদিরুজ্জামানের ওপর হামলা চালায় হামজালার লোকজন। এ সময় মাথা ফাটিয়ে দেয়া হয়। এক পর্যায়ে নাদিরুজ্জামানের কোমরে থাকা গুলিভর্তি পিস্তলটি ছিনিয়ে নেয়া হয়। উপস্থিত পুলিশ সদস্যরা গুরুতর আহত দারোগা নাদিরুজ্জামানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দারোগার ওপর হামলা ও মাথা ফাটিয়ে গুলি ভর্তি পিস্তল ছিনিয়ে নেয়ার খবর ছড়িয়ে পড়লে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)সহ থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থল ও এর আশপাশে অভিযান পরিচালনা করে ৭ জনকে আটক করে। পুলিশ প্রশাসনের চাপের মুখে ছিনিয়ে নেয়া গুলিভর্তি পিস্তলটি ফিরিয়ে দেয়া হয়।
×