ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

মেহেবুব হকের ‘ভালোবাসার নীলপদ্ম’ কাব্যগ্রন্থের প্রকাশনা

প্রকাশিত: ০৬:১০, ২৭ জানুয়ারি ২০১৯

মেহেবুব হকের ‘ভালোবাসার নীলপদ্ম’ কাব্যগ্রন্থের প্রকাশনা

স্টাফ রিপোর্টার ॥ পেশাগত জীবনে কাস্টমসের কর্মকর্তা হলেও মননে তার বিরাজ করে কবিসত্তা। যিনি দেশ, মানুষ, প্রকৃতি, প্রেম নিয়ে বিভোর। শব্দে শব্দে সে সব কথাই বলেন কবিতার ছন্দে। সেই সকল কবিতা এবার কাব্যগ্রন্থ হয়ে এলো। কবি মেহেবুব হকের প্রথম কাব্যগ্রন্থ ‘ভালোবাসার নীলপদ্ম’ প্রকাশ হলো। সুধীজনের উপস্থিতিতে গ্রন্থটির প্রকাশনা উৎসবও হয়ে গেল। বইটি প্রকাশ করেছে অনিন্দ্য প্রকাশ। শনিবার সন্ধ্যায় বিশ^সাহিত্য কেন্দ্রে ‘ভালোবাসার নীলপদ্ম’ গ্রন্থটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। অতিথি হিসেবে উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করেন নাট্যজন রামেন্দু মজুমদার, শিশুসাহিত্যিক আলী ইমাম, দৈনিক আমাদের সময় সম্পাদক নাঈমুল ইসলাম খান, জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ এবং অনিন্দ্য প্রকাশের স্বত্বাধিকারী আফজাল হোসেন। সঞ্চালনা করেন তাবাসসুম মাইশা মোনা। রামেন্দু মজুমদার মেহেবুব হককে শুভেচ্ছা জানিয়ে বলেন, তিনি বেশ সহজ সরল ভাষায় অভিব্যক্তিগুলো প্রকাশ করেছেন তার লেখায়। আলী ইমাম বলেন, কবিতায় মেহেবুব হক অকপটে অনেক কথা বলেছেন। বয়সের, জীবনের একটি পর্যায়ে এসেছেন কিন্তু তার ভেতরে এক যন্ত্রণা, কষ্টের বাস। যেটা তাকে লিখতে তাড়িত করে। নাঈমুল ইসলাম খান বলেন, কবিতার সরল কথনের মধ্য দিয়ে জটিল জীবন আরও বেশি বেশি উপস্থাপিত হোক এই প্রত্যাশা করি। অনুভূতি প্রকাশে কবি মেহবুব হক বলেন, মা, মাটি ও মানুষের কথা লিখব এমনটাই ইচ্ছা ছিল। মনের কথাগুলো বাস্তবে রূপ নিল। খুব বেশিদিন নয় মাত্র কয়েকমাস ধরে আমি কবিতা লিখছি। সবার ভালোবাসা পেলে আরও লিখতে চাই। ‘ভালোবাসার পদ্ম’ কাব্যগ্রন্থটির প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। বইটির মূল্য ২০০ টাকা।
×