ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধার সন্তান হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৪:০৯, ২৬ জানুয়ারি ২০১৯

  মুক্তিযোদ্ধার সন্তান হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৫ জানুয়ারি ॥ মুক্তিযোদ্ধার সন্তান এবং ওয়ার্ড যুবলীগের সভাপতি মেহেদী হাসান গোলাপের (২৮) হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে পূর্বধলা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন হয়েছে। শুক্রবার বেলা ১১টায় মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের উদ্যোগে এ মিছিল অনুষ্ঠিত হয়। পূর্বধলা উপজেলা সদরের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। সদরের প্রধান প্রধান সড়ক ঘুরে মিছিলটি থানা কমপ্লেক্সের সামনের সড়কে গিয়ে শেষ হয়। পরে সেখানে মিছিলকারীরা বিক্ষোভ মানববন্ধনে মিলিত হন। এ সময় বক্তব্য রাখেন: মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের উপজেলা শাখার সদস্য সচিব আব্দুল কাদির, ফরিদ আহমেদ, শহীদ মিয়া প্রমুখ। জানা গেছে, হোগলা ইউনিয়নের সোহাগীডহর গ্রামের মুক্তিযোদ্ধা আবুল কালামের ছেলে গোলাপ ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। গত রবিবার রাতে অজ্ঞাত দুই ছিনতাইকারী যাত্রীবেশে তার মোটরসাইকেলে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার দিকে রওনা দেয়। পথে কামারগাঁও ইউনিয়নের প্রজাবতখিলা গ্রামে পৌঁছলে ছিনতাইকারীরা গোলাপকে ছুরিকাঘাত করে দুই হাজার টাকা ও মোবাইল সেট নিয়ে যায়। এ সময় তারা গোলাপের মোটরসাইকেলটিও নিয়ে যাবার চেষ্টা করে। কিন্তু তার চিৎকারে আশপাশের গ্রামবাসী এগিয়ে এলে ছিনতাইকারীরা মোটরসাইকেল ফেলে চম্পট দেয়। গুরুতর আহত অবস্থায় রাতেই তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে সে মারা যায়।
×