ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বাণিজ্যমেলা শুরু হচ্ছে আজ

প্রকাশিত: ০৪:৪৩, ৯ জানুয়ারি ২০১৯

বাণিজ্যমেলা শুরু হচ্ছে আজ

স্টাফ রিপোর্টার ॥ বাণিজ্য উন্নয়নের সর্বক্ষেত্রে কাজ করার কথা জানিয়েছেন নতুন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে কৃষি উৎপাদন নির্ভর পণ্যভিত্তিক যেসব সম্ভাবনা আছে সেগুলোকে কাজে লাগাতে চান তিনি। মঙ্গলবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বাণিজ্যমেলার মাঠে মেলা সচিবালয় কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, বিদেশী বিনিয়োগ বাড়ানো, উৎপাদন বহুমুখীকরণ, নতুন কর্মসংস্থান তৈরি ও অঞ্চলভিত্তিক উন্নয়নেও কাজ করবেন তার মন্ত্রণালয়। মাসব্যাপী এই বাণিজ্যমেলা শুরু হচ্ছে আজ বুধবার থেকে যা উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। টিপু মুনশি এসময় বলেন, ২০২১ সালে দেশের রফতানি আয় ৫০ বিলিয়ন ডলারে উন্নীত করার যে লক্ষ্য রয়েছে সে লক্ষ্যেই কাজ এগিয়ে নিয়ে যাব। এক্ষেত্রে গার্মেন্টসই মূল ভূমিকা রাখে। এর প্রবৃদ্ধি সবচেয়ে বেশি। চামড়া ছাড়া ওষুধ শিল্প ভাল করেছে। মাত্রই দায়িত্ব নিলাম। টার্গেট পূরণে কাজ করব। বাণিজ্যমেলা আয়োজনের তথ্য তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব মফিজুল ইসলাম ও রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্যসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে, বাণিজ্যমেলা বিষয়ে জানা গেছে বুধবার থেকে শুরু হয়ে মেলা চলবে আগামী ৮ ফেব্রুয়ারি। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। মেলায় কোন ছুটির দিন নেই। প্রথমবারের মতো মেলায় থাকবে অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা। অনলাইনে টিকেট কাটতে হলে ধঢ়ঢ়: ঊ-উওঞঋ এ প্রবেশ করে টিকেট কাটতে হবে।
×