ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

এমপি নির্বাচিত হওয়ায় বজলুল হককে সৌদি মজলিশে শূরার অভিনন্দন

প্রকাশিত: ০৫:২৮, ৫ জানুয়ারি ২০১৯

  এমপি নির্বাচিত হওয়ায় বজলুল হককে সৌদি মজলিশে শূরার অভিনন্দন

স্টাফ রিপোর্টার ॥ পর পর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বাংলাদেশ-সৌদি আরব সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি বজলুল হক হারুনকে অভিনন্দন জানিয়েছে রাজকীয় সৌদি মজলিশে শূরা। একই সঙ্গে একাদশ জাতীয় সংসদে নির্বাচিত সংসদ সদস্যদের একটি প্রতিনিধি দলকে সৌদি আরব সফর করার আমন্ত্রণ জানিয়েছেন মজলিশে শূরার চেয়ারম্যান ড. আব্দুল্লাহ বিন মোহাম্মদ বিন ইব্রাহিম আল শেখ। আমন্ত্রণ বার্তায় সৌদি আরবের বাদশাহর পক্ষ থেকে বজলুল হক হারুনের নেতৃত্বে একটি সংসদীয় প্রতিনিধি দলের আসন্ন সফরে দু’দেশের পার্লামেন্টারিয়ান মৈত্রী আরও জোরদার ও উঞ্চ করার আশাবাদ ব্যক্ত করা হয়। উল্লেখ্য, ঝালকাঠি-১ আসন থেকে পর পর তিনবার নির্বাচিত সংসদ সদস্য বজলুল হক হারুন বর্তমানে ধর্ম মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব পালনকালে বিগত ৫ বছর হজ পরিচালনায় অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করেন। এছাড়া ২০১৬ সালে সৌদি মজলিশে শূরার আমন্ত্রণে তার নেতৃত্বে একটি সংসদীয় প্রতিনিধি দল সৌদি সফরকালে দ্বিপক্ষীয় আলোচনায় অধিক হারে সৌদিতে জনশক্তি রফতানি, হজের বাড়তি কোটা বৃদ্দি, ওমরাহ পালন প্রক্রিয়া সহজীকরণ ও বাংলাদেশে সৌদি বিনিয়োগ বৃদ্ধিসহ বেশ কিছু নীতিমালা বাস্তবায়ন করা হয়। ব্যক্তিগত জীবনে তিনি তিন পুত্র ও এক কন্যা সন্তানের জনক।
×