ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

খুলনায় গ্রেফতার সাংবাদিক তিন দিনের রিমাণ্ডে

প্রকাশিত: ০৪:৩০, ৩ জানুয়ারি ২০১৯

খুলনায় গ্রেফতার সাংবাদিক তিন দিনের রিমাণ্ডে

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় গ্রেফতারকৃত সাংবাদিক নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন ও পত্রিকা ঢাকা ট্রিবিউনের খুলনা প্রতিনিধি হেদায়েত হোসেন মোল্লাকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার দুপুরে খুলনার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বটিয়াঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সরদার ইব্রাহিম হোসেন সোহেল ৭ দিনের রিমান্ডের জন্য আদালতে আবেদন জানান মঙ্গলবার বিকেলে খুলনা মহানগরীর গল্লামারী এলাকা থেকে সাংবাদিক হেদায়েত হোসেন মোল্লাকে গ্রেফতার করা হয়। জানা যায়, গত ৩০ ডিসেম্বর রাতে খুলনার রিটার্নিং কর্মকর্তা তার কার্যালয় থেকে জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ৬টি আসনের ভোটের ফল ঘোষণা করেন। এর মধ্যে খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনের ফলাফলে ভোটার সংখ্যার চেয়ে ২২ হাজারের বেশি ভোট গ্রহণ হয়েছে মর্মে বাংলা ট্রিবিউন ও দৈনিক মানবজমিন পত্রিকায় সংবাদ পরিবেশন করা হয়। যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। এ ঘটনায় সহকারী রিটার্নিং অফিসার ও বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে বটিয়াঘাটা থানায় মামলা দায়ের করেন।
×