ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জের ৫টি আসন

আওয়ামী লীগ ও মহাজোটের প্রার্থীরা শক্ত অবস্থানে

প্রকাশিত: ০৪:০৯, ৩০ ডিসেম্বর ২০১৮

আওয়ামী লীগ ও মহাজোটের প্রার্থীরা শক্ত অবস্থানে

মো ঃ খালিলুর রহমান, নারায়ণগঞ্জ ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের ৫টি সংসদীয় আসনে প্রচারের দিক বিবেচনায় আওয়ামী লীগ ও মহাজোটের প্রার্থীরা শক্ত অবস্থানে রয়েছে। বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থীরা প্রচারের দিক বিবেচনায় আওয়ামী লীগের চেয়ে তারা পিছিয়ে রয়েছে। ৫টি আসনে আওয়ামী লীগ, মহাজোট, বিএনপি তথা ঐক্যফ্রন্ট ও বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৩৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এদের মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকে তিন প্রার্থী, মহাজোট থেকে লাঙ্গল প্রতীকে দুই প্রার্থী, বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে তিন প্রার্থী, ঐক্যফ্রন্ট থেকে ধানের শীষ প্রতীকে এক প্রার্থী ও ২০ দলীয় জোটের জমিয়তে উলামা ইসলাম থেকে এক প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ জেলার ৫টি সংসদীয় আসনে আজ রবিবার ২০ লাখ ৩৪ হাজার ২শ’ ৪৫ জন ভোটার ৭শ’ ৪৫টি ভোট কেন্দ্রের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১০ লাখ ৩৪ হাজার ৬৯ জন ও নারী ভোটার রয়েছেন ১০ লাখ ১শ’ ৭৬ জন। নারায়ণগঞ্জ-১ আসনে মোট ৩ লাখ ৪৯ হাজার ৭শ’ ৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৮ হাজার ৩শ’ ৯৪ জন, মহিলা ভোটার ১ লাখ ৭১ হাজার ৩শ’ ৯৭ জন। নারায়ণগঞ্জ-২ আসনে মোট ভোটার ২ লাখ ৮৩ হাজার ৮শ’ ৬৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৪ হাজার ১শ’ ২২ জন, মহিলা ভোটার ১ লাখ ৩৯ হাজার ৭শ’ ৪৫ জন। নারায়ণগঞ্জ-৩ আসনে মোট ভোটার ৩ লাখ ৩ হাজার ৮শ’ ৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৬ হাজার ৭শ’ ২ জন, মহিলা ভোটার ১ লাখ ৪৭ হাজার ১শ’ ৭০ জন। নারায়ণগঞ্জ-৪ আসনে মোট ভোটার ৬ লাখ ৫১ হাজার ৯৯ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ২৯ হাজার ৬শ’ ৩৭ জন, মহিলা ভোটার ৩ লাখ ২১ হাজার ৪শ’ ৬২ জন। নারায়ণগঞ্জ-৫ আসনে মোট ভোটার ৪ লাখ ৪৫ হাজার ৬শ’ ১৬ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২৫ হাজার ২শ’ ১৪ জন ও মহিলা ভোটার ২ লাখ ২০ হাজার ৪শ’ ২ জন।
×