ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নৌবাহিনীর জাহাজ পরিদর্শনের জন্য উন্মুক্ত

প্রকাশিত: ০৬:২৫, ১৬ ডিসেম্বর ২০১৮

নৌবাহিনীর জাহাজ পরিদর্শনের জন্য উন্মুক্ত

বিজয় দিবস উপলক্ষে নৌবাহিনীর নির্ধারিত জাহাজসমূহ বেলা ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, মংলা এবং বরিশাল জেলার নির্ধারিত স্থান ও জাহাজগুলো জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে। স্থান ও জাহাজগুলো হলো- ঢাকায় সদরঘাট (বানৌজা পদ্মা), নারায়াণগঞ্জে নৌ ইউনিট পাগলা জেটি (বানৌজা অতন্দ্র), চট্টগ্রামে নেভাল জেটি নিউমুরিং (বানৌজা সমুদ্র জয়), খুলনায় খুলনা বিআইডব্লিউটিএ রকেট ঘাট (বানৌজা তিস্তা), মংলায় দিগরাজ নৌ জেটি (বানৌজা করতোয়া) এবং বরিশালে বিআইডব্লিউটিএ ঘাট (বানৌজা মেঘনা)।-আইএসপিআর নৌবাহিনীতে অনারারি কমিশন বিজয় দিবস উপলক্ষে সেনাবাহিনীতে ৩৩ জনকে অনারারি ক্যাপ্টেন ও ৫৭ জনকে অনারারি লেফটেন্যান্ট এবং নৌবাহিনীতে ২০ জনকে মাস্টার চীফ পেটি অফিসার (এমসিপিও)- পদে পদোন্নতি দিয়ে অনারারি কমিশন্ড প্রদান করা হয়েছে। এ পদোন্নতি ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হবে।-আইএসপিআর
×