ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

দেশে ফিরেছে সেনা প্রতিনিধি দল

প্রকাশিত: ০৬:৩৭, ৪ ডিসেম্বর ২০১৮

দেশে ফিরেছে সেনা প্রতিনিধি দল

সেনাবাহিনীর একটি বিশেষ প্রতিনিধি দল ভারতে সাতদিনের ভারত সফর শেষে রবিবার দেশে প্রত্যাবর্তন করেছে। ৫০ সদস্যের প্রতিনিধি দলে সেনাবাহিনীর ২৫ তরুণ অফিসার ও তাদের স্ত্রীগণ গত ২৬ নবেম্বর ভারতীয় সেনাবাহিনীর আমন্ত্রণে দেশটিতে যায়। সফরকালে প্রতিনিধি দল দিল্লী, আগ্রা ও কলকাতার দর্শনীয় ও ঐতিহাসিক স্থানসমূহ ভ্রমণ করে। বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনী প্রধানের মধ্যে আলোচনার ভিত্তিতে উভয় দেশের সামরিক বাহিনীর মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ এবং সহযোগিতামূলক সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিতে দুই দেশের সেনাবাহিনীর সদস্য ও তাদের পরিবারবর্গের মধ্যে দ্বিপাক্ষিক সফরের সিদ্ধান্ত হয়। এরই প্রেক্ষিতে ভারতীয় সেনাবাহিনীর আমন্ত্রণে প্রথম ধাপে বাংলাদেশ থেকে প্রতিনিধি দল সফরে গেল। -আইএসপিআর ‘লটারির ফাঁদে পড়বেন না’ সম্প্রতি চট্টগ্রামসহ কয়েকটি এলাকায় বিটিসিএলের টেলিফোনে কল করে লটারিতে গাড়ি অথবা অন্য কোন মূল্যবান পুরস্কার জিতেছেন বলে সম্মানিত গ্রাহকবৃন্দকে বিভ্রান্ত করে এক বা একাধিক চক্র টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের লটারি জেতার মিথ্যা প্রলোভনে বিভ্রান্ত না হয়ে সতর্কতার সঙ্গে বিষয়টি এড়িয়ে চলার জন্য গ্রাহকদের বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। -বিজ্ঞপ্তি
×