ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

পঞ্চম ব্যান্ড ফেস্ট কাল

প্রকাশিত: ০৬:০৪, ৩০ নভেম্বর ২০১৮

পঞ্চম ব্যান্ড ফেস্ট কাল

স্টাফ রিপোর্টার ॥ কাল শনিবার চ্যানেল আইয়ের আয়োজনে অনুষ্ঠিত হবে দিনব্যাপী পঞ্চম ব্যান্ড ফেস্ট। এবারের ব্যান্ড ফেস্টের পৃষ্ঠপোষক নন্দন পার্ক। এবারের ব্যান্ড ফেস্টে অংশ নিচ্ছে বাংলাদেশের ১৭টি ব্যান্ড দল। এলআরবি নিয়ে হাজির হবেন আইয়ুব বাচ্চুর ছেলে তাজওয়ার। ওই দিন সকাল সাড়ে ১০টায় এসব ব্যান্ড দলের সদস্যদের নিয়ে উদ্বোধন করা হবে ব্যান্ড ফেস্টের। অনুষ্ঠানটি চলবে বিকেল ৫টা পর্যন্ত। এবারের ব্যান্ডফেস্ট আইয়ুব বাচ্চুর নামে উৎসর্গ করা হয়েছে। বৃহস্পতিবার চ্যানেল আই কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকরা। সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। এ সময় আরও উপস্থিত ছিলেন নন্দন পার্কের প্রধান নির্বাহী লে. কর্নেল (অব.) তুষার-বিন- ইউনুস, রেনেসাঁর প্রতিষ্ঠাতা ফয়সাল সিদ্দিকী বগি এবং এলআরবির প্রতিষ্ঠাতা সদস্য স্বপন। শাইখ সিরাজ বলেন, পাঁচ বছর আগে আইয়ুব বাচ্চুর নেতৃত্বে যাত্রা শুরু হয় এ ব্যান্ড ফেস্টের। তিনি আমাদের ছেড়ে কিছুদিন আগে চলে গেছেন না ফেরার দেশে। এটি এবার আরও ব্যাপক পরিসরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আইয়ুব বাচ্চু মারা যাওয়ার কিছুদিন আগেও এ বিষয়ে আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি আজ নেই। কিন্তু তার ইচ্ছা মোতাবেক বড় পরিসরে এ ব্যান্ড ফেস্ট অনুষ্ঠিত হবে।
×