ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বরিশালে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

প্রকাশিত: ০৬:৩৮, ২৪ নভেম্বর ২০১৮

বরিশালে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ তুচ্ছ ঘটনার জের ধরে নগরীর সাগরদী দরগাহ বাড়ি এলাকায় প্রতিপক্ষের হামলায় দুলাল সিকদার (৫৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন উভয়পক্ষের পাঁচজন। গুরুতর আহত ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য লাবু হাওলাদারকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার সকালে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার রাতে আহত লাবু হাওলাদারের বোনের ছেলে সাব্বির রহমান বাসার সামনের রোডে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিল। তাকে গতি কমিয়ে চালানোর পরামর্শ দেয় স্থানীয় বাসিন্দা দুলাল সিকদারের পুত্র রাকিব। এ নিয়ে উভয়ের মধ্যে বাগ্বিতন্ডার একপর্যায়ে হাতাহাতির ঘটনা থেকে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে আওয়ামী লীগ নেতা লাবু হাওলাদার, দুলাল সিকদারসহ কমপক্ষে পাঁচজন আহত হয়। গুরুতর আহতদের শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুলাল সিকদারকে মৃত বলে ঘোষণা করেন। বাঁশখালীতে যুবক নিজস্ব সংবাদদাতা বাঁশখালী থেকে জানান, বাঁশখালী উপজেলার চাম্বল ইউনের জঙ্গল চাম্বল গ্রামের শাইরা বাপের পাড়ায় গাছ কাটা নিয়ে মোঃ জসিম উদ্দিন (২১) নামে এক যুবক খুনের শিকার হয়েছে । সে এলাকার শামসুল আলমের পুত্র । শুক্রবার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জসিম উদ্দিনের মৃত্যু হয়। জানা যায়, বৃহস্পতিবার সকালে বসতঘরের সীমানার গাছ কাটা নিয়ে একই এলাকার মৃত আবদুর রহমানের পুত্র নজরুল ইসলামের সঙ্গে নিহত জসিম উদ্দিনের কথা কাটাকাটি শুরু হয় । এক পর্যায়ে নজরুল ইসলাম তার দলবল নিয়ে জসিম উদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এলাকাবাসী এগিয়ে জসিম উদ্দিনকে প্রথমে বাঁশখালী হাসপাতালে পরে অবস্থার অবনতি হলে চমেক হাসপাতালে প্রেরণ করে। সেখানে শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঠাকুরগাঁওয়ে মাদ্রাসাছাত্র নিজস্ব সংবাদদাতা ঠাকুরগাঁও থেকে জানান, সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের পয়সা ফেলা গ্রামের ডাঙ্গাপাড়ায় নুর ইসলাম (২০) নামে এক মাদ্রাসাছাত্রের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে বাড়ির পাশের একটি হলুদ ক্ষেতে গলা কাটা অবস্থায় তার মৃতদেহটি পাওয়া যায়। নুর ইসলাম ওই গ্রামের জসিম উদ্দিনের ছেলে। সে খোশবাজার কামিল মাদ্রাসা থেকে আলিম পরীক্ষার্থী। ওই ছাত্রের অভিভাবকরা জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে কে বা কারা ফোন করে নুর ইসলামকে ডেকে নিয়ে যায়। এর পর সে রাতে আর ফেরেনি। রাতেই এলাকার লোকজন বাড়ির পাশে নুর ইসলামের চিৎকার শুনতে পায় এবং ছুটে গিয়ে একটি হলুদ ক্ষেতে ওই ছাত্রকে গলা কাটা-রক্তাক্ত ও মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, ডোবা থেকে এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে সদর উপজেলার নন্দনপুর বিসিক শিল্পনগরী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে সদর মডেল থানা পুলিশ। নিহতের বয়স ১৫/১৬ বছর। তার পরিচয় জানা না গেলেও পরনের পাঞ্জাবি দেখে পুলিশ ধারণা করছে সে মাদ্রাসাছাত্র।
×