ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে কমিশনের নীতিমালা মানতে হবে ॥ ইসির নির্দেশ

প্রকাশিত: ০৫:২৬, ২১ নভেম্বর ২০১৮

 নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে কমিশনের নীতিমালা মানতে হবে ॥ ইসির নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ পর্যবেক্ষক সংস্থাগুলোকে কমিশনের নীতিমালা মেনে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছে ইসি। নির্বাচন পর্যবেক্ষণে সঠিকভাবে নীতিমালা অনুসরণ করা না হলে তাদের নিবন্ধনও বাতিলের হুঁশিয়ারি দেয়া হয়েছে। মঙ্গলবার নির্বাচন ভবনের পর্যবেক্ষক সংস্থাগুলোর উদ্দেশে দেয়া এক বিফ্রিংয়ে ইসি সচিব এই নির্দেশনা দেন। জাতীয় ও স্থানীয় নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইসির নিবন্ধিত সংস্থা ১১৮টি। নির্বাচনের আগে কোন কোন সংস্থা থেকে এবার নির্বাচন পর্যবেক্ষণ করা হবে তার একটি তালিকা কমিশনে জমা দেয়ার নির্দেশ দেয় ইসি। মঙ্গলবার তাদের উদ্দেশে নির্বাচনে দায়িত্ব পালন সংক্রান্ত বিষয়ে ব্রিফিং করেন ইসি সচিব হেলালুদ্দিন আহমদ। তিনি এই সময়ে বলেন, আপনারা এমন কিছু করবেন না যেন নীতিমালা ভঙ্গ হয়। নীতিমালা ভঙ্গ করলে আপনাদের নিবন্ধন বাতিল করা হবে। নীতিমালা মেনে কাজ করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ভোটের দিন পর্যবেক্ষকরা গণমাধ্যমে কোন বক্তব্য দিতে পারবেন না। সাংবাদিকদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে নির্বাচন নিয়ে কোন মন্তব্য করা যাবে না। গণমাধ্যমে কোন কথা বলতে পারবেন না। নির্বাচন চলাকালীন টিভির লাইভ অনুষ্ঠানেও অংশ নেয়া যাবে না। এ বিষয়ে কোন সাক্ষাতকার দেয়া যাবে না। এমন কিছু করতে পারবেন না যেন মনে হয় তিনি কোন প্রার্থীর পক্ষে কাজ করছেন। পর্যবেক্ষকদের আচরণ নিরপেক্ষ হবে বলে তিনি উল্লেখ করেন।
×