ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

শুক্রবার থেকেই কার্যকর হয়েছে

নির্বাচন কমিশনের সব চাকুরের ছুটি বাতিল

প্রকাশিত: ০৫:২২, ৩ নভেম্বর ২০১৮

 নির্বাচন কমিশনের সব চাকুরের ছুটি বাতিল

স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে এবার ইসি সচিবালয়ের সব কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন। এখন থেকে নির্বাচনের ফল ঘোষণা না হওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে কর্মকর্তা কর্মচারীদের জন্য। একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। ইতোমধ্যে কমিশনের নেয়া প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে। এখন কমিশনের বৈঠকে বসে তফসিলের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এজন্য আগামীকাল রবিবার কমিশনের বৈঠক ডাকা হয়েছে। কমিশন সচিব ইতোমধ্যে জানিয়েছেন এই সপ্তাহেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এদিকে নির্বাচন নিয়ে দেশের রাজনৈতিক মঞ্চও অনেকটা সরগরম। সম্ভাব্য প্রার্থীরা এখন মাঠ চষে বেড়াচ্ছেন। কেন্দ্রে লবিং শুরু করেছেন দলীয় মনোনয়নের জন্য। সংবিধান অনুযায়ী এবারের নির্বাচন অনুষ্ঠিত হবে দলীয় সরকারের অধীনেই। বর্তমান সংসদ বহাল রেখেই আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন পরিচালনা করতে হবে ইসি। সে অনুযায়ী কমিশনে চলছে প্রস্তুতি। ডিসেম্বরের নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা ইসির রয়েছে। নির্বাচনের প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে সারাদেশে তিনশ’ আসনের জন্য প্রায় ৪১ হাজার কেন্দ্রের খসড়া চূড়ান্ত করা হয়েছে। এসব কেন্দ্রগুলো ভোট গ্রহণের উপযোগী করতে স্কুল-কলেজের বার্ষিক পরীক্ষা ১০ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ ইসি সচিবলায় থেকে দেয়া হয়েছে। তারা জানিয়েছে চূড়ান্ত কেন্দ্রের বাইরের অতিরিক্ত আরও ৫ ভাগ অতিরিক্ত কেন্দ্রও প্রস্তুত রাখতে বলা হয়েছে। প্রাকৃতিক বিপর্যয়সহ কোন কারণে নির্ধারিত কেন্দ্রে ভোট গ্রহণ সম্ভব না হলে অতিরিক্ত এসব কেন্দ্রে যাতে ভোট নেয়া যায় সেজন্য এই অতিরিক্ত কেন্দ্রে প্রস্তুত রাখা হচ্ছে। এদিকে ইসি সচিব জানিয়েছেন, নির্বাচনে সব দলের জন্য লেবেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্য নির্বাচনের তফসিল ঘোষণার এক সপ্তাহের মধ্যে আগাম প্রচার সামগ্রী যাতে প্রার্থীরা সরিয়ে নেন সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া নির্বাচনে তফসিল ঘোষণার পর অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার এবং অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনারও সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সব প্রস্তুতির ধারাবাহিকতায় শুক্রবার কমিশনের এক আদেশে বলা হয়েছে এখন থেকে নির্বাচনের ফল ঘোষণা না হওয়া পর্যন্ত কমিশনের সব কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। তারা জানিয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এই ব্যবস্থা নেয়া হয়েছে। ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে গত বৃহস্পতিবার জারি করা হয়েছে। এই আদেশ শুক্রবার থেকে কার্যকর করা হয়েছে বলে জানানো হয়েছে।
×