ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ৭শ’ ইমাম ও মুয়াজ্জিনকে সংবর্ধনা

প্রকাশিত: ০৬:১১, ২৪ অক্টোবর ২০১৮

চট্টগ্রামে ৭শ’ ইমাম ও মুয়াজ্জিনকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে নিজ নির্বাচনী এলাকার ৩শ’ মসজিদের ৭শ’ ইমাম-মুয়াজ্জিনকে সংবর্ধনা দিলেন সংসদ সদস্য এমএ লতিফ। এছাড়া তাদের জন্য গঠন করেছেন কল্যাণ তহবিল। চিকিৎসা সেবা, গৃহ নির্মাণ ও সন্তানদের লেখাপড়া ইত্যাদি কাজে ব্যয় হবে এই তহবিলের অর্থ। মঙ্গলবার সকালে চট্টগ্রাম বন্দর রিপাবলিক ক্লাবে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এতে চট্টগ্রাম-১১ আসনের আওতাধীন মসজিদসমূহের ইমাম ও মুয়াজ্জিনরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা সভায় মতবিনিময়ের মাধ্যমে সর্বসম্মতভাবে ‘ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদ’ গঠনের প্রস্তাব গৃহীত হয়। আলেম সমাজের কল্যাণের জন্য গঠিত এই পরিষদে তিনি ১০ লাখ টাকা আর্থিক অনুদান ঘোষণা দেন। ক্রমান্বয়ে তা ৫০ লাখ টাকায় উন্নীত হবে। এ সময় এমএ লতিফ এমপি বলেন, ইমাম-মুয়াজ্জিনরা সমাজের সম্মানিত ব্যক্তি। অথচ তাদের পেশাদারিত্বের কোন সংগঠন না থাকায় চাকরিচ্যুতসহ নানাবিধ সমস্যায় পড়তে হয়। আমি নিজ মূল্যবোধ থেকে আলেম সমাজের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিটাগাং চেম্বারের মাহবুবুল হক চৌধুরী বাবর, জহুরুল আলম, সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ, বিশিষ্ট সমাজসেবক নবী দোভাষ ও মোঃ জসিম উদ্দিন চৌধুরী, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ এনামুল হক চৌধুরী ও শেখ মাহমুদ ইসহাক, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া, বন্দর থানা আওয়ামী লীগ সভাপতি নুরুল আলম, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হোসেন মুরাদ, আবদুল মান্নান, কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরী, গোলাম মোহাম্মদ চৌধুরী, গোলাম মোহাম্মদ জোবায়ের ও জিয়াউল হক সুমন। বায়তুল আমিন জামে মসজিদের খতিব মুহাম্মদ আতিকুল্লাহর সভাপতিত্বে এবং বন্দর সিবিএর যুগ্ম সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন শেখ দেওয়ান আলী জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা কাশেম আল-কাদেরী, আগ্রাবাদ জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা মুহাম্মদ ইসমাঈল, বায়তুল জান্নাত জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা আবু তৈয়ব এবং বিভিন্ন মসজিদের খতিব ও মুয়াজ্জিনরা।
×