ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

কাঠগড়ায় উঠতে যাচ্ছে খুনী বানর

প্রকাশিত: ০৫:১১, ২২ অক্টোবর ২০১৮

 কাঠগড়ায় উঠতে যাচ্ছে খুনী বানর

এবার খুনের দায়ে কাঠগড়ায় উঠতে যাচ্ছে একদল বানর। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বাঘপত জেলার টিকরি গ্রামে সম্প্রতি একদল বাঁদরের পাথর নিক্ষেপে ৭০ বছর বয়সী এক বৃদ্ধ মারা যান। এরপর থেকে ওই খুনী বাঁদরের বিচার দাবিতে সরব হয় নিহতের পরিবার। বাঁদরদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগও দায়ের করার প্রস্তুতি নিয়েছে পরিবার। এমন পরিস্থিতিতে পুলিশও পড়েছে বিপাকে। পুলিশ কর্মকর্তা রমালা রাজীব প্রতাপ সিং জানান, মৃত বৃদ্ধের নাম ধরমপাল। গত ১৭ অক্টোবর একটি ইটের গাদার ওপর ঘুমাচ্ছিলেন তিনি। আচমকাই একদল বাঁদর সেই ইটের ওপর ঝাঁপিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে স্তূপটি ভেঙে পড়ে। মাটিতে পড়ে যান ধরমপাল। সারি সারি ইট তার গায়ের ওপর পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা দেন।তবে নিহতের ভাই এ কথা মানতে নারাজ। তার দাবি, যজ্ঞের জন্য কাঠের ব্যবস্থা করতে গিয়েছিলেন ধরমপাল। তখনই তার ওপর চড়াও হয় একদল বঁদরা। তারাই বৃদ্ধের দিকে ইট-পাটকেল ছুড়ে হত্যা করে। তিনি বলেন, আমরা ইতোমধ্যেই একটি লিখিত অভিযোগ জমা দিয়েছি। কিন্তু পুলিশের বক্তব্য এটি দুর্ঘটনা। -এনডিটিভি অবলম্বনে।
×