ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

‘অর্ডার অব রিও ব্রানকো’

প্রকাশিত: ০৬:০০, ১৭ অক্টোবর ২০১৮

‘অর্ডার অব রিও ব্রানকো’

বাংলানিউজ ॥ ব্রাজিল সরকারের ‘অর্ডার অব রিও ব্রানকো’ উপাধিতে ভূষিত হয়েছেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক। বাংলাদেশের সঙ্গে ব্রাজিলের সম্পর্ক উন্নয়নে অবদান রাখায় তাকে এ উপাধি দেয়া হয়েছে। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়। সূত্র জানায়, ব্রাজিলের সঙ্গে বাংলাদেশের প্রথম দ্বিপক্ষীয় রাজনৈতিক পর্যালোচনা শুরুর জন্য পররাষ্ট্র সচিব এম শহীদুল হক অগ্রণী ভূমিকা পালন করেন। এছাড়া দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে জোরালো পদক্ষেপ নেন তিনি। পররাষ্ট্র সচিবের এই বিশেষ ভূমিকার স্বীকৃতি স্বরূপ ব্রাজিল সরকার তাকে ‘অর্ডার অব রিও ব্রানকো’ উপাধিতে ভূষিত করেন। দুই প্রতিষ্ঠানকে ১১ লাখ টাকা জরিমানা বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তুষার আহমেদের নেতৃত্বে মঙ্গলবার ঢাকা মহানগরীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকাধীন কলাবাগান এলাকার বিক্রমপুর মিষ্টান্ন ভা-ারে মোবাইল কোর্ট পরিচালনাকালে লেবেলবিহীন বিভিন্ন খাদ্য উপকরণ ও মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রঞ্জক পদার্থ পাওয়া যায়। এছাড়াও নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি জাতীয় খাদ্যদ্রব্য উৎপাদনরত অবস্থায় পাওয়া যায়। এ কারণে উক্ত মিষ্টান্ন ভা-ারকে পাঁচ লাখ টাকা অর্থদ- করা হয়। এছাড়া, ডিএসসিসির নিউমার্কেট এলাকায় মিড নাইট সানÑ২ এ মোবাইল কোর্ট পরিচালনাকালে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপায়ে খাদ্য উপকরণ সংরক্ষণ, কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে ফ্রিজে সংরক্ষণ এবং পচা চিংড়ি মাছ পাওয়া যায়। এ কারণে উক্ত প্রতিষ্ঠানকে ছয় লাখ টাকা অর্থদ- করা হয়। -বিজ্ঞপ্তি
×