ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বিএনপির ৮০ ভাগ নেতা-কর্মী জামায়াতের থেকে মুক্তি চায় : মাহী বি চৌধুরী

প্রকাশিত: ০২:৫৭, ১৬ অক্টোবর ২০১৮

বিএনপির ৮০ ভাগ নেতা-কর্মী জামায়াতের থেকে মুক্তি চায় :  মাহী বি চৌধুরী

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির শতকরা ৮০ ভাগ মানুষ জামায়াতের হাত থেকে মুক্তি চায় বলে মন্তব্য করেছেন বিকল্পধারা বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী। তিনি বলেন, এটাই বিএনপির বাস্তবতা। আমরা জানি কট্টরপন্থীদের সঙ্গে লড়াই করে বিএনপিকে সবসময় এগিয়ে যেতে হয়েছে। এই টানাপড়েনের মধ্যে বিএনপি সবসময় উদারপন্থীদের নেতৃত্ব খোঁজার একটা চেষ্টা চালিয়েছে। জামায়াতের সঙ্গে ঐক্যের পর থেকে একটি জামাতিকরণ প্রক্রিয়া শুরু হয়েছে ।’ মঙ্গলবার অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে শুরু হওয়া ‘ঐক্যে বিভক্তি’ শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেন। যুক্তফ্রন্টকে বাদ দিয়ে জাতীয় ঐক্যপ্রক্রিয়ার নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের পর থেকেই বিকল্পধারাকে নিয়ে নানা আলোচনা চলছে। যুদ্ধপরাধী ইস্যুতে জাতীয় ঐক্যফ্রন্টে যুক্ত হয়নি বিকল্পধারা। মান ভাঙ্গাতে সোমবার রাতে বিএনপির পেশাজীবী ডা. জাফরউল্লাহ বি চৌধুরীর বাসায় গিয়েছিলেন। কিন্তু কাজ হয়নি। বিকল্পধারার অবস্থান একেবারেই স্পষ্ট তারা যুদ্ধাপরাধীদের সঙ্গে কোন ঐক্যে যাবে না। বিএনপি যদি জামায়াতের সঙ্গ ত্যাগ করে তবেই নব গঠিন নির্বাচনী মোর্চা ঐক্যফ্রন্টে যোগ দিতে পারেন তারা। তাছাড়া মাহীর সঙ্গে মাহামুদুর রহমান মান্নার ফোনালাপ ফাঁস হওয়ার পর থেকেই রাজনীতির মাঠে আলোচনায় আছে বিকল্পধারা। মাহী বি চৌধুরী বলেন, ‘আমরা বার বার আমাদের ঐক্যের আলোচনায় বলেছি, আমাদের জাতির সঙ্গে ধোঁয়াশা না করে; স্পষ্ট করে বলতে হবে কী করতে চাই। গতকালও (সোমবার) বিএনপির নেতৃত্বে ২০ দলের বৈঠকে ২০ দল ঐক্যফ্রন্টকে সমর্থন দিয়েছে। বিএনপির নেতৃত্বে জামায়াতের সমর্থন নিয়ে কাজ করছেন আপনারা। এই জোট ঘোষণার তিন দিন আগে ২০ দলের পক্ষ থেকে রেজুলেশন পাস হয়েছে- বিএনপি ২০ দলের পক্ষ থেকে ঐক্যফ্রন্টে প্রতিনিধিত্ব করবে। ঐক্যফ্রন্টে বিএনপি শুধু তাদেরই প্রতিনিধিত্ব করে না, ২০ দলের প্রতিনিধিত্ব করে জামায়াতে ইসলামসহ। এটা স্পষ্ট, মানুষকে বোকা বানানোর রাজনীতি আমাদেরকে বন্ধ করতে হবে।
×