ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

টঙ্গীতে লাঞ্ছনার প্রতিবাদে পোশাক শ্রমিক বিক্ষোভ

প্রকাশিত: ০৬:২০, ১৪ অক্টোবর ২০১৮

টঙ্গীতে লাঞ্ছনার প্রতিবাদে পোশাক শ্রমিক বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ১৩ অক্টোবর ॥ শনিবার সকালে টঙ্গীর সাতাইশ এলাকায় ভিয়েলাটেক্স কারখানায় কর্মকর্তার হাতে এক শ্রমিক লাঞ্ছনার ঘটনায় শ্রমিকরা ধর্মঘট ও বিক্ষোভ মিছিল করেছে। অর্জিত ছুটির পুরো টাকা পরিশোধের দাবির ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। ভিয়েলাটেক্স লিমিটেড কারখানাটিতে প্রায় ৭ হাজার শ্রমিক কাজ করে। টঙ্গী পশ্চিম থানার এসআই বাহার আলম জানান, শনিবার শ্রমিকদের অর্জিত ছুটির টাকা পরিশোধ করার কথা ছিল। কর্তৃপক্ষ অর্জিত ছুটির পুরো টাকা না দিয়ে অর্ধেক টাকা দিতে চাইলে শ্রমিকরা এর প্রতিবাদ করে। এ সময় কারখানার কর্মকর্তার হাতে এক শ্রমিক লাঞ্ছিত হয়। এ খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা কাজকর্ম রেখে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট শুরু করে। বেলা ১১টা থেকে ধর্মঘট শুরু হয়ে দুপুরের পর পর্যন্ত চলে। শ্রমিকরা কারখানার ভেতরে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট করে। ভেতর কারখানা কর্তৃপক্ষ প্রধান ফটক আটকে দেয়ায় পুলিশ ভেতরে ঢুকতে পারেনি। গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পরিদর্শক জসিম উদ্দিন জানান, বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট চলাকালে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তিনি আরও জানান, কারখানার প্রধান ফটকে তালা থাকায় ভেতরে যাওয়া এবং শ্রমিকরা কারখানা কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। চৌগাছা ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে প্রতারণা স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরের চৌগাছার ইউএনও মারুফুল আলমের ব্যক্তিগত মোবাইল ফোন নম্বর ক্লোন করে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষককের নিকট ফোন করে ল্যাপটপ প্রদানের নামে টাকা দাবি করা হয়েছে। ইউএনও মারুফুল আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেছেন, পুলিশ প্রশাসনসহ উপজেলার সকল কর্মকতাদের বিষয়টি অবহিত করা হয়েছে। প্রধান শিক্ষকদের আমি ব্যক্তিগতভাবে এসএমএস করে বিষয়টি জানিয়েছি। কয়েকজনকে সাক্ষাতেও বলেছি। শুক্রবার বিকেল চারটার দিকে ০১৭২২-৬০৫৯৭৮ নম্বর মোবাইল থেকে একটি কল আসে চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল আহমেদের কাছে।
×