ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

চোরাচালানির গুলিতে বিজিবি সদস্য আহত

প্রকাশিত: ০৬:৪১, ৭ অক্টোবর ২০১৮

চোরাচালানির গুলিতে বিজিবি সদস্য আহত

নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ৬ অক্টোবর ॥ দৌলতপুর সীমান্তে বিজিবি-চোরাচালানির মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় চোরাচালানিদের গুলিতে নায়েক সাফায়েত হোসেন নামে এক বিজিবি সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার রাত দুইটার দিকে উপজেলার জয়পুর সীমান্তে গোলাগুলির এ ঘটনা ঘটে। জানা যায়, জামালপুর সীমান্তের শীর্ষ চোরাচালানি হাবু ও নাটকের নেতৃত্বে ১০-১২ জনের একদল মাদক চোরাচালানি উপজেলার প্রাগপুর ইউনিয়নের জয়পুর সীমান্তের ১৫১/৫(এস) সীমান্ত পিলার সংলগ্ন এলাকা দিয়ে মাদক পাচার করছিল। মাদক পাচারের সংবাদ পেয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধীনের জয়পুর বিওপি’র টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাচালানিরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে বিজিবিও পাল্টা গুলি ছোড়ে। উভয়ের মধ্যে গোলাগুলিতে জয়পুর বিওপির নায়েক সাফায়েত গুলিবিদ্ধ হলে মাদক চোরাচালানিরা মাদক ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বিজিবি সদস্যরা ৯৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
×