ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

শিক্ষককে মারধরের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৬:৪০, ৭ অক্টোবর ২০১৮

শিক্ষককে মারধরের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৬ অক্টোবর ॥ কলেজ শিক্ষক শহিদুল ইসলাম শাহীনের বাসায় সন্ত্রাসী হামলা ভাংচুর লুটপাট এবং তাকে মারধর করে গুরুতর জখমের প্রতিবাদে এবং জড়িত গডফাদারসহ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে কুয়াকাটা খানাবাদ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা প্রতিবাদ মানবন্ধন সমাবেশ করেছে। শনিবার দুপুরে কলেজ সংলগ্ন আলীপুর-চাপলী সড়কে এসব কর্মসূচী পালিত হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী সমাবেশে বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ সিএম সাইফুর রহমানসহ শিক্ষকবৃন্দ। একই দাবিতে কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়, মুসল্লিয়াবাদ মাধ্যমিক বিদ্যালয়, ফাতেমা হাই মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা মানববন্ধন প্রতিবাদ সমাবেশ করেছে। শুক্রবার শেষ বিকেলে শিক্ষক শাহীনের বাসায় ঢুকে একদল সন্ত্রাসী সশস্ত্র হামলা-তা-ব-ভাংচুর চালায়। প্রায় ঘণ্টাব্যাপী তা-ব চালিয়ে শিক্ষক শাহীনকে বেধড়ক মারধর করে। আহত হন শাহীনের স্ত্রী শিক্ষক শাহীনুর বেগম। এ সব ঘটনা ঘরের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে বুঝতে পেরে ওই ক্যামেরাও ভাংচুর করা হয়। লুট করা হয় টাকা-পয়সাসহ জমির দলিল এবং মূল্যবান জিনিসপত্র। মহিপুর পুলিশের সহায়তা চেয়েও পায়নি বলে শাহীনের স্ত্রীর অভিযোগ। এমনকি মহিপুর থানায় গেলে পুলিশের উপস্থিতিতে সন্ত্রাসীরা হুমকি দেয়। পুলিশ থাকে নীরব। প্রত্যক্ষদর্শী ও আহত শাহিনুর বেগম জানান, পটুয়াখালী জেলা পরিষদ সদস্য আসলাম হাওলাদারের উপস্থিতিতে মুকুলের নেতৃত্বে নাছির, নুরআলম, জাকারিয়া জাহিদসহ অর্ধশতাধিক সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। কলেজ শিক্ষক শাহীনকে শঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×