ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

প্রকাশিত খবরের প্রতিবাদ

প্রকাশিত: ০৫:৪০, ২৫ সেপ্টেম্বর ২০১৮

প্রকাশিত খবরের প্রতিবাদ

তবারক হোসেইন, এ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রীমকোর্ট এক প্রতিবাদলিপিতে বলেছেন, দৈনিক জনকণ্ঠ পত্রিকায় গত ২২ সেপ্টেম্বর ২০১৮-এর অনলাইন সংস্করণ ও গত ২৩ সেপ্টেম্বর ২০১৮ তারিখে প্রকাশিত প্রথম পাতায় ‘‘সিনহাকে ২ লাখ ৬০ হাজার ডলার দিয়েছেন মীর মাসুম” শীর্ষক সংবাদের প্রতি আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছে। প্রতিবাদলিপিতে তিনি বলেছেন, আমি সুপ্রীমকোর্টে প্রাকটিস করি, সিলেট জেলা বারের একজন সদস্য, এই খবরটিতে আমার কথা উল্লেখ করা হয়েছে বলে প্রতীয়মান হয়। প্রতিবাদলিপিতে তিনি বলেন, আমার নাম জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সর্বৈব মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদেশ্যপ্রণোদিত ও আমার ব্যক্তিগত ক্ষতি সাধনের উদ্দেশ্যে এই সংবাদে আমার নাম উল্লেখ করা হয়েছে। প্রাক্তন প্রধান বিচারপতি এস কে সিনহার সঙ্গে আমার কোন যোগাযোগ নেই। তাই আইন বহির্ভূতভাবে টাকা পৌঁছে দেয়ার কোন প্রশ্নই উঠে না। প্রায় দুই মাস আগে যুক্তরাষ্ট্রেও যাইনি। মাহাতাবুর রহমান নাছির এবং ইকবাল নামে ব্যক্তিদের সঙ্গে আমার পরিচয় নেই, জীবনে কোনদিন দেখাও হয়নি। আমি এ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি।
×