ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

গান আর ফুলের শুভেচ্ছায় অরূপ রতনের জন্মদিন পালিত

প্রকাশিত: ০৫:৫৬, ২০ সেপ্টেম্বর ২০১৮

গান আর ফুলের শুভেচ্ছায় অরূপ রতনের জন্মদিন পালিত

স্টাফ রিপোর্টার ॥ গান, ফুল আর শুভেচ্ছা বক্তব্যের মধ্যদিয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক একুশে পদকপ্রাপ্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও মাদকবিরোধী আন্দোলনের অগ্রপথিক মাসনের সভাপতি ড. অরূপরতন চৌধুরীর জন্মদিন পালিত হয় বুধবার বিকেলে। রাজধানীর বারডেম অডিটরিয়ামে মাসিক সঙ্গীত পত্রিকা সরগম আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিসচিব মোঃ নাসির উদ্দীন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় অধ্যাপক এমিরেটাস প্রফেসর আনিসুজ্জামান। সভাপতির বক্তব্যে আনিসুজ্জামান বলেন, অরূপরতন জন্মগ্রহণ করেছে এমন এক পরিবারে, যারা প্রত্যেকেই কোন না কোন দিক দিয়ে বিখ্যাত হয়ে আছে। অরূপরতন একাধারে দন্ত চিকিৎসক, লেখক ও সঙ্গীতশিল্পী। মুক্তিযুদ্ধের সময় তার কণ্ঠ যে অবদান রেখেছে, তার জন্য আমরা গর্ব করি। মাদকের বিরুদ্ধে যে আন্দোলন করে চলেছে, তাও দেশের জন্য একটা বড় কাজ বলে মনে করি। প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, অরূপরতন চৌধুরী মুক্তিযুদ্ধের সহযোদ্ধা। ওনার আমিও একজন রোগী। গান ও মাদকবিরোধী সংস্থা চালিয়ে যাচ্ছেন নিরলসভাবে। দেশের মাদকবিরোধী যুদ্ধের একজন সম্মুখকাতারের সৈনিক। এই সংগ্রাম আমাদের দেশে আরও জোরালো হবে এই প্রত্যাশা করি। বিশেষ অতিথির বক্তব্যে সংস্কৃতিসচিব মোঃ নাসির উদ্দীন বলেন, অরূপ দা মাদকবিরোধী যে আন্দোলন চালিয়ে যাচ্ছে, এর সঙ্গে সংস্কৃতিরও যোগসূত্র স্থাপন জরুরী। নিজের জন্মদিনের অনুভূতি প্রকাশে অরূপরতন বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে উদ্বুদ্ধ হয়ে আমি যখন যুদ্ধে গিয়েছিলাম তখন বয়স ১৮ বছর। এখন এই বয়সে অনেক তরুণ মাদকে আসক্ত। এই মাদকের বিরুদ্ধে লড়ে যাব আজীবন। আমার নেশা গান, পেশা চিকিৎসা ঠিক রেখে সামাজিক আন্দোলন চালিয়ে যাব। এছাড়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঋষিজ শিল্পীগোষ্ঠীর সভাপতি স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ফকির আলমগীর, স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক কল্যাণী ঘোষ, বারডেমের প্রাক্তন ডিজি প্রফেসর নাজমুন নাহার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে সম্মেলক কণ্ঠে ‘আগুনের পরশমণি’ রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করে সরগম সাংস্কৃতিক দলের শিল্পীরা। এরপর একক সঙ্গীত পরিবেশন করেন শিল্পী উল্কা হোসেন ও অনুরাধা। আলোচনা ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পর পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সরগম সম্পাদক রওনাক হোসেন। শিল্পকলায় আরণ্যকের ‘দ্য জুবিলি হোটেল’ নাটক মঞ্চস্থ ॥ আরণ্যক নাট্যদল প্রযোজনা ‘দ্য জুবলি হোটেল’ নাটকটি মঞ্চস্থ হয় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে বুধবার সন্ধ্যায়। মান্নান হীরার রচনা ও নির্দেশনায় এটি দলের ৫৭তম প্রযোজনা।
×