ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মেয়ে ভক্ত বাবার কাণ্ড

প্রকাশিত: ০৬:১১, ১৬ সেপ্টেম্বর ২০১৮

মেয়ে ভক্ত বাবার কাণ্ড

মেয়েকে কে না ভালবাসে। মেয়ের ভাল থাকা মন্দ থাকা এসব নিয়ে বাবা-মা বিশেষ করে বাবা সব সময় চিন্তিত। ভারতীয় বাবা হলে তো কথায় নেই। মেয়ে যে ‘হৃদয়ের টুকরা’ তাই তার নিরাপত্তা, সুবিধা-অসুবিধা এসবে একদম খামতি রাখতে চান না সে দেশের বাবারা। সে দেশে থাকলে ভারতীয় জনকদের মূল দুশ্চিন্তা মেয়ের নিরাপত্তা। কারণ সে দেশের বড় শহরগুলোতেও মেয়েদের নিরাপত্তা নিশ্চিত নয়। বিদেশে অবশ্য নিরাপত্তা নিয়ে খুব একটা চিন্তা নেই। কিন্তু বিদেশে থাকলে অন্য চিন্তা। মেয়েটা ঠিকমতো খেল তো? সময়মতো ঘুমাতে গেল তো? কোন সমস্যা হলো না তো? এসব দুশ্চিন্তা দূর করতে এক ভারতীয় বাবা যা করলেন তা রীতিমতো চোখ কপালে তোলার মতো। মেয়ে পড়াশোনার জন্য কয়েক বছর কাটাবে ব্রিটেনে। তাই মেয়ের জন্য রীতিমতো একটি ম্যানসন কিনে ফেললেন এই ভারতীয় ধনকুবের। কিন্তু খালি ম্যানসন কিনলে তো আর চলে না, ভারতীয় খাবার না খেতে পেলে মেয়ের আবার পেট ভরে না। তাই ব্রিটেনে মেয়ের যতœ-আত্তির জন্য মোট ১২ জন ‘বিলিতি রাধুনী ভাড়া করার বিজ্ঞাপন দিলেন ভারতীয় ধনকুবের। ইংল্যান্ডের বিখ্যাত দৈনিক ‘দ্য সান’-এ ওই ভারতীয় ধনকুবের মেয়ের জন্য ১২ জন চাকরের বিজ্ঞাপন দিয়েছে। -ওয়েবসাইট অবলম্বনে
×