ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ডোবার ওপর সেতু আছে ॥ সড়ক নেই !

প্রকাশিত: ০৬:২৩, ১১ সেপ্টেম্বর ২০১৮

ডোবার ওপর সেতু আছে ॥ সড়ক নেই !

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সেতু তৈরি করা হয়েছে কিশোরীগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের কামারের ঘাটের এক ডোবার ওপর। কিন্তু যে স্থানে সেতু নির্মাণ করা হয়েছে, সেখানে নেই কোন সড়ক, আছে ফসলি জমির আইল। ফলে সরকারের লাখ লাখ টাকা ব্যয়ে ওই সেতু এলাকাবাসীর চলাচলের জন্য কোন কাজে আসছে না। সম্প্রতি ওই এলাকায় গিয়ে জানা যায় তিন বছর পূর্বে ২০১৫-২০১৬ অর্থবছরে দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা অধিদফতরের আওতায় উক্ত ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কামারের ঘাটে বুল্লাই নদীর শাখা খালের ওপর ৪০ ফুট দীর্ঘ সেতু নির্মাণ করা হয়। এতে ব্যয় হয় ৩২ লাখ ৫২ হাজার ৬৫৩ টাকা। সরেজমিনে গিয়ে দেখা যায় সেতুটি যে স্থানে নির্মাণ করা হয়েছে তার দুই ধারে চলাচলের নেই কোন সড়ক, আছে শুধু আবাদি জমির আইল। মাগুড়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য আহাদ আলী বলেন, মাগুড়া কামারের ঘাটে যে সেতুটি নির্মাণ করা হয়েছে তা জনগুরুত্বপূর্ণ নয়। এখানে সড়ক না থাকায় এলাকাবাসী সেতুটির সুফল ভোগ করতে পারছে না। ইউপি সদেস্যর অভিযোগ কোন রকমে ঠিকাদার নিম্নমানের কাজ করে চলে গেছে। মাগুড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হাসান শিহাব বলেন, আমি উপজেলা মাসিক সমন্বয় সভার মিটিংয়ে কয়েকবার সেতুটির সংযোগ সড়ক করে দেয়ার জন্য দাবি করে আসছি। কিন্তু সেতু নির্মাণের তিন বছর পার হলেও সংযোগ সড়ক হয়নি। সোমবার এ ব্যাপারে কিশোরীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখারুল ইসলাম বলেন, আমি গত এক বছর আগে এখানে যোগদান করেছি। বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে ওই সেতুর সংযোগ সড়কের বরাদ্দের জন্য উর্ধতন কর্তৃপক্ষের নিকট প্রস্তাব পাঠাব।
×