ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

শাহজালালে ফের ‘খাট’ জব্দ

প্রকাশিত: ০৬:১৯, ১১ সেপ্টেম্বর ২০১৮

শাহজালালে ফের ‘খাট’ জব্দ

স্টাফ রিপোর্টার ॥ একের পর এক চালান ধরা পড়ছে নতুন মাদক এনপিএস। সোমবার আরও একটি চালান আটক করা হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ইউনিটে। এতে ১৪০ কেজি এনপিএস বা খাট জব্দ করে ঢাকা কাস্টমস হাউস। এ চালান ধরা পড়ায় গোয়েন্দা সংস্থা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর উদ্বেগ প্রকাশ করে বলেছে-এ ধরনের আরও চালান দেশের ভেতরেই খালাসের অপেক্ষায় থাকতে পারে। এমনকি কার্গো হাউসে তল্লাশি করা হলে আরও চালানে সন্ধান মিলতে পারে। কাস্টমস প্রিভেন্টিভ টিম এসি ওথেলো চৌধুরি জানান- গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমস হাউসের একটি দল জাতীয় নিরাপত্তা সংস্থার (এসএসআই) সহযোগিতায় রবিবার ভারত থেকে আসানজট এয়ারওয়ের একটি ফ্লাইটে আটটি সন্দেহজনক কার্টন জব্দ করে। পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে কার্টনগুলো খোলা হলে এর ভেতরে ‘গ্রিন টি’ এর মতো দেখতে পণ্যগুলো আটক করা হয়, যা মূলত ইথোপিয়ান গাঁজা বা খাট তথা নিউ সাইকোট্রপিক সাবসটেন্সেস (এনপিএস)। এটি পানির সঙ্গে মিশিয়ে তরল করে সেবন করা হয়। সেবনের পর মানবদেহে এক ধরনের উত্তেজনার সৃষ্টি হয়, যাতে অনেকটা ইয়াবার মতো প্রতিক্রিয়া হয়। এটি বাংলাদেশে আগত নতুন এক ধরনের মাদক। এই মাদকের রফতানিকারক ইথিওপিয়ার জিয়াদ মুহাম্মদ ইউসুফ। আমদানিকারক এশা এন্টারপ্রাইজ (হাউস নং-২৮, রোড-২, ব্লক-বি, বাদলদী, তুরাগ, ঢাকা)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মুখপাত্র কামরুল ইসলাম জানান- নতুন এই মাদক নিয়ে উদ্বিগ্ন মাদক নিয়ন্ত্রণ অধিদফতর ও দেশের অভিভাবকরা। কারণ এটি ইয়াবার চেয়েও ক্ষতিকারক। এটি শুধু নেশার উন্মাদনা সৃষ্টি করে না যৌন উত্তেজনাও সৃষ্টি করে। ফলে তরুণ-তরুণী এমনকি বয়স্কদের কাছেও বেশ সমাদৃত। এখনও ব্যাপক প্রচার প্রচারণা না থাকায় অনেক মাদকসেবীই গ্রিন টি হিসেবে ঘরে বসেই বাবা মায়ের সামনে অনায়াসে সেবন করছে। যা খুবই উদ্বেগজনক। এখনই যদি এনএসপির আগ্রাসন না ঠেকানো যায় তাহলে পরিস্থিতি ইয়াবার চেয়েও বিপজ্জনক হয়ে ওঠবে। উল্লেখ্য গত ৩১ আগস্ট ও ৮ সেপ্টেম্বর একই ধরনের দুটি পণ্যের চালান আটক করা হয়েছিল, যার ওজন যথাক্রমে ৪৬০ ও ১৬০ কেজি। আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বর্তমানে চালানটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কাছে হস্তান্তর করা হয়েছে।
×