ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

এনডিসিতে ‘রোহিঙ্গা সঙ্কট : চ্যালেঞ্জ ও সমাধান’ শীর্ষক সেমিনার

প্রকাশিত: ০৪:৪১, ৬ সেপ্টেম্বর ২০১৮

  এনডিসিতে ‘রোহিঙ্গা  সঙ্কট : চ্যালেঞ্জ ও সমাধান’ শীর্ষক  সেমিনার

‘রোহিঙ্গা সঙ্কট : চ্যালেঞ্জ এবং সমাধান’ শীর্ষক দিনব্যাপী এক সেমিনার বুধবার ঢাকার মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সেমিনারে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি প্রধান অতিথি ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী তার বক্তৃতায় রোহিঙ্গা সঙ্কট নিরসনের সীমাবদ্ধতা এবং এ সঙ্কট থেকে উত্তোরণের উপায় সম্পর্কে আলোকপাত করেন। তিনি এ ধরনের একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সেমিনার আয়োজনের উদ্যোগ গ্রহণের জন্য ন্যাশনাল ডিফেন্স কলেজকে সাধুবাদ জানান। ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন। সেমিনারে উল্লেখযোগ্য সংখ্যক বুদ্ধিজীবী এবং উচ্চপদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়া বন্ধুপ্রতিম ১২টি দেশের ২৩ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাসহ ন্যাশনাল ডিফেন্স কোর্সের ৭৬ প্রশিক্ষণার্থী কর্মকর্তা ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের ৩৫ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা এতে অংশ নেন। সেমিনারে আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০১৮ এ অংশগ্রহণকারীদের একটি দল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের প্রফেসর ড. ইমতিয়াজ আহমেদ ও আই ও এম’র সাবেক কর্মকর্তা আসিফ মুনীরের রোহিঙ্গা সঙ্কট বিষয়ক ৩টি গুরুত্বপূর্ণ গবেষণাপত্র উপস্থাপন করা হয়। এ সব গবেষণাপত্রে রোহিঙ্গা সঙ্কটের নানা দিক, চ্যালেঞ্জসমূহ এবং সমাধানের বিষয়ে উপস্থাপিত বিষয়সমূহ উপস্থিত অংশগ্রহণকারীদের মধ্যে যথেষ্ট আগ্রহ ও আলোচনা সৃষ্টি করে।- আইএসপিআর
×