ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

রাজশাহীর আওয়ামী লীগের দ্বন্দ্ব নিরসনে ঢাকায় তলব নেতাদের

প্রকাশিত: ০৮:০৯, ৪ সেপ্টেম্বর ২০১৮

রাজশাহীর আওয়ামী লীগের দ্বন্দ্ব নিরসনে ঢাকায় তলব নেতাদের

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ দুই মেয়াদে দীর্ঘ ১০ বছর টানা ক্ষমতায় থাকা রাজশাহীর আওয়ামী লীগ এখন অন্তর্দ্বন্দ্ব আর কোন্দলে জর্জরিত। রাজশাহীর প্রতিটি আসনেই সৃষ্টি হয়েছে অসংখ্য গ্রুপ, উপগ্রুপ। সংসদ সদস্যদের সমালোচনামূলক কর্মকা-ের সুযোগে এখন প্রার্থীর ছড়াছড়ি। তারা সবাই এমপি হতে চান। এ নিয়ে প্রকাশ্যে কাদা ছোড়াছুড়িও শুরু হয়েছে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ঢাকায় তলব করা হয়েছে রাজশাহীর সংসদ সদস্যসহ জেলা ও নগর আওয়ামী লীগ নেতাদের। তাদের মাঝে চলমান অভ্যন্তরীণ বিরোধ সমাধানের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগ তাদের ডেকে পাঠিয়েছে বলে জানিয়েছেন নেতারা। তারা জানিয়েছেন, আগামী ৬ সেপ্টেম্বর ধানম-িতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সবাই এবং মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতারা মতবিনিময় করবেন। রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী এমপি বলেন, জেলা আওয়ামী লীগের চলমান অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও গ্রুপিংয়ের কারণে গত রাজশাহী সিটি নির্বাচনের আগেই কেন্দ্র থেকে বলা হয়েছিল নির্বাচনের পর বসা হবে তাদের নিয়ে। চলমান বিভক্তি ও দ্বন্দ্ব-সংঘাত নিরসনে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দ্রুত এ ধরনের বৈঠকে বসার প্রয়োজন ছিল। সঠিক সময়োপযোগী সিদ্ধান্ত হয়েছে এটা। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করার জন্য জেলা ও মহানগর আওয়ামী লীগকে ডাকা হয়েছে। সংগঠনের বড় সমস্যা চিহ্নিত করে তার সমাধান নেত্রীকে দিতে হবে। সংসদ নির্বাচনের আগে এটা রুটিন ওয়ার্ক। ইতোমধ্যেই জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সবাইকে ঢাকার মতবিনিময় সভায় যোগ দেয়ার জন্য বার্তা পৌঁছে দেয়া হয়েছে। এদিকে রাজশাহী নগর আওয়ামী লীগের সভাপতি ও রাসিকের নবনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন জানান, ওই বৈঠকে নগর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের থাকতে বলা হয়েছে। রাজধানীতে মাদক বিরোধী অভিযানে ৫৫ জন গ্রেফতার স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে মাদক বিরোধী অভিযানে ৫৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর ৪৯টি থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, গ্রেফতারকৃতরা মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। তাদের কাছ থেকে ৬ হাজার ৭২৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৬৬ গ্রাম ৩৬৫ পুরিয়া হেরোইন, ১ কেজি ৫২৫ গ্রাম গাঁজা ও ২৫টি নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩৭টি মামলা হয়েছে।
×