ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় সংঘর্ষ ॥ আহত ৪০

প্রকাশিত: ০৪:৩২, ৩ সেপ্টেম্বর ২০১৮

  নেত্রকোনায় সংঘর্ষ ॥  আহত ৪০

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২ সেপ্টেম্বর ॥ কটূক্তি করাকে কেন্দ্র করে কেন্দুয়া উপজেলায় দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার পাইকুড়া ইউনিয়নের চিটুয়া নওপাড়া ও চরবৈরাটি গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ ঘটে। সংঘর্ষে আহত চরবৈরাটি গ্রামের আব্দুর রউফ খান, বিল্লাল হোসেন, বুলবুল আহমেদ, আসাদুজ্জামান, শামছু মিয়া, হাবিবুর রহমান, মিলন, সেকুল মিয়া, আলাল, সোহেল বাশার, শহীদ মিয়া, সাইদুল ইসলাম, শামীম, নূর উদ্দিন, বাকী বিল্লাহ, আলমগীর হোসেন, সেকুল মিয়া, মইজ উদ্দিন, সুরুজ মিয়া, আব্দুল খালেক ও সোহরাবকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং চিটুয়া নওপাড়া গ্রামের আব্দুর রশিদ, হেলাল ভূইয়া, আনোয়ার, সেলিম, হুমায়ূন, আপেল, সেলিম মিয়া ও ওমর ফারুককে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, কোরবানির ঈদের সময় রোয়াইলবাড়ি বাজারে চিটুয়া নওপাড়া গ্রামের রতন মিয়া ও চরবৈরাটি গ্রামের হেলিম মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় একজন আরেক জনকে কটূক্তি করেন। এরই জের ধরে রবিবার দুপুরে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে।
×