ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ত্যাগী ও দায়িত্বশীল নেতাদের গুরুত্ব দেয়া হবে ॥ শিল্পমন্ত্রী

প্রকাশিত: ০৭:০১, ১ সেপ্টেম্বর ২০১৮

 ত্যাগী ও দায়িত্বশীল নেতাদের গুরুত্ব দেয়া হবে ॥ শিল্পমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ৩১ আগস্ট ॥ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি বলেছেন, দলের দলীয় কর্মকা-ের তৃণমূল স্তর থেকে উপজেলা ও জেলা পর্যায় ত্যাগী ও দায়িত্বশীল নেতাদের গুরুত্ব দেয়া হবে। দলের আদর্শ ও শৃঙ্খলা মেনে আগামী নির্বাচনে মাঠ পর্যায় সম্মিলিতভাবে কাজ করতে হবে। ঝালকাঠি জেলায় ওয়ার্ড থেকে উপজেলা পর্যায় সুষ্ঠুভাবে সম্মেলন করে কমিটি গঠন করা হয়েছে এটা এক নেতার জন্য বড় পাওনা। তিনি আগামী নির্বাচনে নেতা কর্মীদের জনগনের কাছে গিয়ে সরকারের সাফল্য ও উন্নয়নকে তুলে ধরে ভোট চাওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন। তিনি শুক্রবার বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয় সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন। উপজেলা আওয়ামী লীগ সভাপতি আঃ রশিদ হাওলাদারের সভাপতিত্বে এই অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির, পৌর আওয়ামী লীগ সভাপতি ও মেয়র আলহাজ লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরুন কর্মকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান, ইউনিয়ন পর্যায়ের নেতাদের মধ্যে বিনয়কাঠী ইউপি চেয়ারম্যার সাইফুল ইসলাম, শেকেরহাট ইউপি চেয়ারম্যান নুরুল আমিন সুরুজ ও কীর্ত্তিপাশা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শংকর মুখার্জী প্রমুখ বক্তব্য রাখেন।
×