ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৬৮ জন গ্রেফতার

প্রকাশিত: ০৫:৪০, ১ সেপ্টেম্বর ২০১৮

 মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৬৮ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে এক রিক্সাচালক আত্মহত্যা করেছে। এদিকে নগরী মাদকবিরোধী অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে মোঃ মিলন (৩২) নামে এক রিক্সাচালকের মৃত্যু হয়েছে। নিহতের বাবার নাম রফিকুল ইসলাম। গ্রামের বাড়ি দিনাজপুর জেলার পার্বতীপুর থানার জরাই গ্রামে। তিনি রাজধানীর তেজগাঁও তিব্বত এলাকায় থাকতেন। তিনি দুই সন্তানের জনক ছিলেন। চার ভাইয়ের মধ্যে সবার বড় ছিলেন। নিহত মিলনের ভাই লিটন জানান, তেজগাঁওয়ে থেকে রিক্সা চালাতেন মিলন। স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের এক পর্যায়ে কিছুদিন আগে তাদের মধ্যে তালাক হয়ে যায়। এরপরও মোবাইলে সাবেক স্ত্রীর সঙ্গে কথা হতো মিলনের। তিনি জানান, বৃহস্পতিবার তাদের মধ্যে ফোনে কথা কাটাকাটি হয়। এ নিয়ে সকালেও একবার আত্মহত্যার চেষ্টা করেন মিলন। কিন্তু ওই সময় রক্ষা করতে পারলেও রাতে নাখালপাড়া রেলগেট গিয়ে ট্রেনের সামনে ঝাঁপ দেন মিলন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, শুক্রবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৬৮ জনকে গ্রেফতার ॥ রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৬৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মোঃ মাসুদুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর ৪৯টি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালায় সংশ্লিষ্ট থানা ও গোয়েন্দা পুলিশ। এ সময় ওই ৬৮জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে ২৫২৪ ইয়াবা, এক কেজি ৪০৮ গ্রাম হেরোইন, ৬১ কেজি ৮৫০ গ্রাম গাঁজা ও ৪০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৪টি মামলা করা হয়েছে বলে জানান ডিসি মাসুদুর রহমান।
×