ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

খাগড়াছড়িতে যৌথ বাহিনীর অভিযান শুরু

প্রকাশিত: ০৫:৪৪, ২০ আগস্ট ২০১৮

খাগড়াছড়িতে যৌথ বাহিনীর অভিযান শুরু

চট্টগ্রাম অফিস/পার্বত্যাঞ্চল প্রতিনিধি ॥ খাগড়াছড়ি সদর এলাকার অদূরে স্বনির্ভর বাজার এলাকায় শনিবার সকালে ব্রাশফায়ারে ৬ জন, পেড়াছড়া এলাকায় ১ জনসহ পাহাড়ী দুর্বৃত্তদের গুলিতে ৭ জন নিহত হওয়ার ঘটনায় শহরজুড়ে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিভিন্ন স্থানে শুরু হয়েছে যৌথ বাহিনীর অভিযান। তবে ঘটনার পর রবিবার সন্ধ্যা পর্যন্ত এ নিয়ে কোন মামলা হয়নি। অপরদিকে, সহিংস সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ খাগড়াছড়ি জেলাজুড়ে অর্ধদিবস সড়ক অবরোধ কর্মসূচী পালনের ঘোষণা দিয়েছে ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত পাহাড়ী তিন সংগঠন। জেলা প্রশাসনের উদ্যোগে এ ঘটনা নিয়ে ৫ সদস্যের যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এর কাজ শুরু হয়েছে। এদিকে, শনিবারের ঘটনায় নিহত ৭ জনের বিষয়ে রবিবার পরিষ্কার চিত্র পাওয়া গেছে। নিহত সাত জনের মধ্যে ৫ জনই ইউপিডিএফ প্রসিত গ্রুপের কর্মী, অপর ৩ জনের একজন সরকারী কর্মচারী, একজন বেসরকারী সংস্থার প্রকৌশলী ও একজন সাধারণ গ্রামবাসী।
×