ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

পানির নিচে কাপ্তাই ঝুলন্ত সেতু

প্রকাশিত: ০৪:৪৮, ২০ আগস্ট ২০১৮

পানির নিচে কাপ্তাই ঝুলন্ত সেতু

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ১৯ আগস্ট ॥ কাপ্তাই লেকের পানি বৃদ্ধি পাওয়ায় দেশের একমাত্র ঝুলন্ত সেতুটির পাটাতন পানিতে তলিয়ে গেছে রবিবার থেকে ধীরে ধীরে সেতুর পাটাতন পানিতে ডুবে যায় । দেশ- বিদেশের পর্যটকদের একমাত্র আকর্ষণীয় রাঙ্গামাটি সেতুটি নির্মাণ ত্রুটির কারণে প্রতিবছর তিনমাস পানির নিচে তলিয়ে থাকে। এই সময়ে দুর্ঘটনার ভয়ে পর্যটন কর্তৃপক্ষ সেতুর ওপর চড়া নিষেধ করে দেয়ার ফলে প্রতিবছর এই খাত থেকে সরকার লাখ লাখ টাকা রাজস্ব হারাছে। বর্তমানে সেতুর ওপর একফুট পানি উঠেছে । আর একটু পানি বৃদ্ধি পেলে পর্যটকদের অবলোকন করার নয়নাভিরাম এই সেতুটি বন্ধ হয়ে যাবে। এই সেতুটি আরো একটু ওপরে তুলে সংষ্কার করা প্রয়োজন বলে এলাকাবাসী মনে করেন।
×