ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে বিকেল ৪টার মধ্যে বর্জ্য অপসারণের সিদ্ধান্ত

প্রকাশিত: ০৪:৪৬, ২০ আগস্ট ২০১৮

 চট্টগ্রামে বিকেল ৪টার মধ্যে বর্জ্য  অপসারণের  সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ কোরবানির ঈদের দিন চট্টগ্রাম নগরীতে পশু জবাইয়ের জন্য ৩৭০টি স্থান নির্ধারণ করেছে সিটি কর্পোরেশন (চসিক)। আর জবাই করা পশুর বর্জ্য বিকেল ৪টার মধ্যে অপসারণের পরিকল্পনা নিয়েছে দায়িত্বশীল এ সংস্থা। রবিবার অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। কর্মপরিকল্পনা সফল করতে নগরবাসীর সহযোগিতাও চাওয়া হয়েছে। চসিক জনসংযোগ বিভাগ সূত্রে জানানো হয়, বিগত তিন বছরের সাফল্যের ধারাবাহিকতায় এবারও ঈদের দিন বিকেল ৪টার মধ্যে নগরীর ৪১টি ওয়ার্ডের বর্জ্য অপসারণের পরিকল্পনা নেয়া হয়েছে। কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী এ কথা জানান। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সামসুদ্দোহার সভাপতিত্বে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা বর্জ্য অপসারণে তাদের মতামত, লোকবল ও গাড়ির চাহিদা ও পরিকল্পনার কথা সভায় তুলে ধরেন। ৪১ ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত পরিচ্ছন্ন বিভাগের সুপারভাইজাররা বর্জ্য অপসারণে তাদের কাজের সুবিধার্থে প্রয়োজনীয় ওয়াকিটকি, গাড়ি, টমটম গাড়ি, বেলছা, ঝাড়ু, হুইল ভেরুর চাহিদার কথা উল্লেখ করে তা সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ করেন। এ সময় কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, পরিচ্ছন্ন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের কর্পোরেশনের সামর্থ্যরে মধ্যে সব ধরনের সহযোগিতা করা হবে উল্লেখ করেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবার ৪ জোনে বিভক্ত হয়ে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করবে। আর এ কাজের জন্য ৫ হাজার শ্রমিক, ৩৫০টি গাড়ি, পশু জবাইর স্থানে ব্লিচিং পাউডার ছিটানোর ব্যবস্থা করেছে। এর মধ্যে সরু রাস্তা ও গলি থেকে বর্জ্য অপসারণের জন্য টমটম, হুইল ভেরু ও বর্জ্য অপসারণ কাজ তদারকিতে নিয়োজিত পরিচ্ছন্ন বিভাগের সুপারভাইজারদের জন্য সিএনজিচালিত ট্যাক্সির ব্যবস্থা রাখা হয়েছে। কর্পোরেশনের পক্ষ থেকে এবারও বর্জ্য অপসারণে কোন ওয়ার্ডে যত ট্রিপ গাড়ি দেয়া প্রয়োজন তত দেয়া হবে জানানো হয়েছে। এ জন্য দামপাড়ার চসিক কার্যালয়ে ১টি কন্ট্রোলরুম খোলাসহ চসিকের প্রকৌশল বিভাগের যান্ত্রিক শাখা পরিবহন পুলকে প্রস্তুত রাখা হয়েছে। . রাজশাহীতে রাতে স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, নগরীতে ঈদের দিন থেকে রাতের মধ্যেই অপসারণ করা হবে কোরবানির বর্জ্য। কোরবানির বর্জ্য অপসারণের বিষয়ে যাবতীয় অভিযোগ নিষ্পত্তির লক্ষ্যে এদিন বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত কঞ্জারভেন্সি বিভাগের মনিটরিং সেল কাজ করবে। রবিবার রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) জনসংযোগ কর্মকর্তা মাহাবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঈদ-উল-আজহা উপলক্ষে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ বিষয়ে রাসিকের বিভিন্ন ওয়ার্ডের সচিবদের মতবিনিময় সভা হয়েছে। নগর ভবনের এনেক্স সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোমিন। সভায় সিদ্ধান্ত নেয়া হয়, কোরবানির বর্জ্য অপসারণের বিষয়ে যাবতীয় অভিযোগ নিষ্পত্তির জন্য ঈদ-উল-আজহার দিন বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত কঞ্জারভেন্সি বিভাগের মনিটরিং সেল কাজ করবে। তাই কোরবানির বর্জ্য অপসারণ নিয়ে কোন সমস্যা হলে নগরবাসীকে মনিটরিং সেলের দায়িত্বে নিয়োজিত পরিচ্ছন্ন পরিদর্শক মোবাইল নম্বর ০১৭১৩-০৯৮৯৫৬ অফিস সহকারী মোবাইল নম্বর ০১৭১৬-৪০৮০৭১ এর সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে আরও তথ্য সংশ্লিষ্ট ওয়ার্ড কার্যালয়েও যোগাযোগ করে জানা যাবে। মাহাবুবুর জানান, ঈদ-উল-আজহার দিন বিকেল ৪টা থেকে সিটি কর্পোরেশনের কন্ট্রোলরুমের সাহায্যে বর্জ্য অপসারণ কার্যক্রম নিয়ন্ত্রণ করা হবে।
×