ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে ॥ রিজভী

প্রকাশিত: ০৭:০৬, ৫ আগস্ট ২০১৮

খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ সুচিকিৎসা না হওয়ায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থার প্রতিনিয়ত অবনতি হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সরকার অন্যায়ভাবে কারাবন্দী করে রেখেছে। আর তার অসুস্থতা নিয়ে নিষ্ঠুর রসিকতা করা হচ্ছে। তিনি এখনও গুরুতর অসুস্থ। দীর্ঘদিন থেকে তার ঠা-াজ্বর। এছাড়াও তিনি নানাবিধ রোগে আক্রান্ত। কিন্তু তার ইচ্ছানুযায়ী চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না। তাকে কষ্ট দিয়ে তিলে তিলে শারীরিক অবস্থা আরও খারাপের দিকে নিয়ে যাচ্ছে। তিনি বলেন, নিজের সন্তুষ্টি অনুযায়ী চিকিৎসা পাওয়া যেকোন বন্দীর অধিকার। কিন্তু ভোটারবিহীন সরকার খালেদা জিয়ার প্রতি যে আচরণ করছেন তা অমানবিকতারই বহিঃপ্রকাশ। রিজভী বলেন, শুক্রবার খালেদা জিয়ার সঙ্গে তার স্বজনরা দেখা করেছেন। পুরাতন, জ্বরাজীর্ণ, নোংরা, স্যাঁতসেঁতে মেঝেতে ইঁদুর তেলাপোকায় ভরা পরিত্যক্ত রুমে খালেদা জিয়াকে থাকতে হচ্ছে। এটি তাঁকে নিয়ে সরকারের নিষ্ঠুর নির্যাতনের নানামুখী পদক্ষেপের একটি। আমি দলের পক্ষ থেকে আবারও দাবি জানাচ্ছি খালেদা জিয়ার পছন্দ অনুযায়ী তাঁকে ইউনাইটেড হাসপাতালে সুচিকিৎসার ব্যবস্থা করা হোক। এছাড়া অবিলম্বে তার মুক্তি দাবি করছি। রিজভী বলেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনকে শক্তি প্রয়োগের মাধ্যমে দমন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেজন্য শনিবার রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনকে মনিটরিংয়ের নামে দাঁড় করিয়ে রাখতে দেখা গেছে। যদি আওয়ামী লীগ এ কোমলমতি শিক্ষার্থীদের ওপর হামলা করে তাহলে জনগণ ও অভিভাবকরা তাদের ক্ষমা করবে না। এর পরিণাম শুভ হবে না। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ। শিক্ষার্থীদের ওপর শক্তি প্রয়োগ হলে রুখে দাঁড়াবে জনগণ- মওদুদ ॥ আন্দোলন দমন করতে শিক্ষার্থীদের ওপর বল প্রয়োগ করা হলে দেশের জনগণ রুখে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ‘সম্মিলিত ছাত্র ফোরাম’ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
×