ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

খাগড়াছড়িতে ফের যৌন নির্যাতনের শিকার শিশু

প্রকাশিত: ০৭:০৫, ৪ আগস্ট ২০১৮

 খাগড়াছড়িতে ফের যৌন নির্যাতনের শিকার শিশু

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ মাত্র পাঁচ দিনের ব্যবধানে দীঘিনালায় ফের ছাত্রী যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে। নির্যাতিত সপ্তম শ্রেণীর ঐ ছাত্রীকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ধর্ষক মিঠুন চাকমা ওরফে বড়পেটা চাকমা পালিয়ে গেছে। এর আগে গত ২৮ জুলাই একই উপজেলার নয়মাইলে পুনাতি ত্রিপুরা কৃত্তিকা নামে পঞ্চম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়। এ নিয়ে গত মাত্র সাত মাসে খাগড়াছড়িতে ৮ শিশু ও কিশোরী যৌন নির্যাতনের শিকার হয়েছে। বিশেষ গোষ্ঠী ঘটনাকে সাম্প্রদায়িক রূপ দেয়ার চেষ্টা এবং কোন কোন ক্ষেত্রে সংশ্লিষ্ট সংগঠনগুলো নির্বিকার থাকার কারণে অধিকাংশ ক্ষেত্রে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে বলে অভিযোগ সচেতন মহলের। তবে পুলিশের দাবি খাগড়াছড়িতে সংঘটিত সকল যৌন নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দীঘিনালার মেরুং ইউনিয়নের চৌধুরীপাড়ায় ছাগল খুঁজতে গিয়ে সপ্তম শ্রেণীর ওই ছাত্রী বখাটে মিঠুন চাকমা ওরফে বড়পেটা চাকমার যৌন নির্যাতনের শিকার হয়। তার চিৎকারে লোকজন এগিয়ে গেলে ধর্ষক পালিয়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে দীঘিনালা ও পরে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ নিয়ে নির্যাতিতার পরিবার মুখ খুলতে না চাইলেও খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার মীর মোশাররফ হোসেন শিশুটি যৌন নির্যাতনের শিকার বলে জানিয়েছে।
×