ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বাবার বিরুদ্ধে মেয়েকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ

প্রকাশিত: ০৬:৩৯, ২৫ জুলাই ২০১৮

বাবার বিরুদ্ধে মেয়েকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ২৪ জুলাই ॥ টঙ্গীর পাগাড় গোপলপুর এলাকায় দুই বছর বয়সী এক শিশু কন্যাকে তার বাবা জুসের সঙ্গে বিষ খাইয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন নিহত শিশুর মা ও স্বজনরা। মঙ্গলবার পুলিশ শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে পুলিশ শিশুর মৃত্যুর ঘটনায় তার মাকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। পুলিশ বলছে, তদন্তের পর এ বিষয়ে কে দোষী বা ঘটনার হোতা তা জানা যাবে। নিহত শিশুর মা সুফিয়া বেগম জানান, ময়মনসিংহ জেলার নান্দাইল থানার সুন্দাইল গ্রামের আব্দুর রহমানের ছেলে দুলাল মিয়ার সঙ্গে ৭-৮ বছর আগে তার বিয়ে হয়। এরপর থেকে টঙ্গীর গোপালপুর এলাকায় ভাড়া বাড়িতে থেকে স্বামী স্ত্রী উভয়েই কারখানায় চাকরি করতেন। বিয়ের পর থেকে তাদের সংসারে টানাপোড়েন শুরু হলে এক বছর আগে বৈবাহিক সম্পর্ক ছিন্ন করে তালাক কার্যকর করা হয়। আদালত শিশু ফাতেমাকে তার মা সুফিয়া বেগমের জিম্মায় রেখে লালনপালন করার জন্য আদেশ দেন। এ অবস্থায় তারা আলাদা ভাবে বসবাস করতে থাকেন। নিহত ফাতেমার নানি সুফিয়া বেগম জানান, সোমবার সুফিয়া শিশু কন্যা ফাতেমাকে তার কাছে রেখে গার্মেন্টসে কাজে যান। এ সুযোগে দুলাল মিয়া ফাতেমাকে তার কাছ থেকে নিয়ে জুস খেতে দেয়। জুস পান করেই অসুস্থ হয়ে পড়ে ফাতেমা। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পুলিশ মঙ্গলবার সকালে শিশুর লাশ উদ্ধার ও তার মাকে আটক করে থানায় নিয়ে আসে।
×