ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

চলে গেলেন লেখক গবেষক অধ্যাপক ফজলুল হক

প্রকাশিত: ০৬:৩০, ২৫ জুলাই ২০১৮

চলে গেলেন লেখক গবেষক অধ্যাপক ফজলুল হক

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বিশিষ্ট লেখক, গবেষক, ইতিহাসবিদ, সংগঠক, শিক্ষাবিদ ও সম্পাদক অধ্যাপক ফজলুল হক আর নেই। মঙ্গলবার সকালে রাজশাহীর এই গুণী ব্যক্তি আকস্মিকভাবে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুর আগ পর্যন্ত তিনি রাজশাহী থেকে প্রকাশিত অনলাইন নিউজপোর্টাল ‘সাহেব-বাজার টোয়েন্টিফোর ডটকমের’ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি এক ছেলে, এক মেয়ে, অসংখ্য ভক্ত ও অনুরাগী রেখে গেলেন। অধ্যাপক ফজলুল হকের ঘনিষ্ঠজন ও রাজশাহী থিয়েটারের সভাপতি কামার উল্লাহ সরকার কামার জানান, নগরীর চৌদ্দপায়া এলাকার বাড়িতে সকাল ৮টার দিকে বাথরুমে পড়ে গিয়েছিলেন অধ্যাপক ফজলুল হক। এতে তিনি মাথায় আঘাত পান। মাথা থেকে রক্তক্ষরণ শুরু হলে দ্রুত তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ বাসায় নেয়া হয়। অধ্যাপক ফজলুল হক ছিলেন একাধারে লেখক, গবেষক, ইতিহাসবিদ, সংগঠক ও শিক্ষাবিদ। তিনি ছিলেন খেলাঘর, রাজশাহী শাখার সভাপতি, কবিকুঞ্জের উপদেষ্টা। সাহেববাজার টোয়িন্টোফোর ডটকমের দায়িত্ব নেয়ার আগে দীর্ঘদিন তিনি রাজশাহী থেকে প্রকাশিত ‘দৈনিক সোনার দেশ’ পত্রিকার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন সমৃদ্ধ রাজশাহী বিনির্মাণের সপক্ষে চিন্তাশীল গুণী লেখক। নিজের লেখা বই ও গবেষণা কাজের জন্য বহু পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন অধ্যাপক ফজলুল হক। পেয়েছেন অসংখ্য মানুষের ভালবাসা। এদিকে অধ্যাপক ফজলুল হকের মৃত্যুতে রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক ডাবলু সরকার গভীর শোক প্রকাশ করেছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছেন তারা।
×