ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

দেবদাস ভট্টাচার্য্যকে রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি

প্রকাশিত: ০৩:১৯, ১৯ জুলাই ২০১৮

দেবদাস ভট্টাচার্য্যকে রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি

স্টাফ রিপোর্টার ॥ মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার দেবদাস ভট্টাচার্য্যকে রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারিকৃত এক আদেশে এ বদলি করা হয়। চলতি বছরের ডিসেম্বরে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার থেকে পদোন্নতি দিয়ে ডিবিতে বদলি করা হয়েছিল। দেবদাস ভট্টাচার্য্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে ১৫তম বিসিএসে উত্তীর্ণ হয়ে ১৯৯৫ সালে এএসপি হিসেবে পুলিশে যোগদান করেন। এরপর সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে দায়িত্ব পালন করেন খাগড়াছড়ি, সিলেট ও সিআইডিতে। পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন সিআইডিতে। এরপর আরআরএফ সিলেট কমান্ড্যান্ট (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেন মাদারীপুর, বরিশাল, দিনাজপুর ও বান্দরবানে। ২০১৫ সালের ৬ অক্টোবর থেকে চট্টগ্রাম মহানগর পুলিশে অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন দেবদাস ভট্টাচার্য্য। এছাড়াও ২০০৯-১০ সাল পর্যন্ত সুদানের দারফুরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেন। এছাড়া মালয়েশিয়া ও ইতালী থেকে পেশাগত প্রশিক্ষণ নেন তিনি।
×