ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বাল্যবিয়ে রোধে মতবিনিময়

প্রকাশিত: ০৬:৫৩, ১৮ জুলাই ২০১৮

বাল্যবিয়ে রোধে মতবিনিময়

সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ, ১৭ জুলাই ॥ নান্দাইল উপজেলায় বাল্যবিয়ে নিরোধ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলা হলরুমে সভায় সভাপতিত্ব করেন নান্দাইল উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার। সভায় উপস্থিত ছিলেন নান্দাইল পৌরসভার মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতেমা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অনুপম ভট্টাচার্য, নান্দাইল পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল খালেক, উপজেলার মোয়াজ্জেমপুন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এবি সিদ্দিক, শেরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব উদ্দিন ম-ল, খারুয়া ইউপি চেয়ারম্যান মোঃ কামরুল হাসনাতসহ বিভিন্ন ইউপির সদস্য, নারী সদস্যরা। ভাওয়াল গড় রক্ষার দাবি স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ ঐতিহ্যবাহী ভাওয়াল গড় রক্ষায় ১৭ দফা দাবিতে মানববন্ধন ও সভা করেছে ভাওয়াল গড় বাঁচাও আন্দোলন। এ সময় তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রদান করেছে। মাদকবিরোধী অভিযানের মতো ভূমি দস্যুদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করাসহ ১৭ দফার দাবিতে মঙ্গলবার এ কর্মসূচী পালিত হয়। ভাওয়াল গড় বাঁচাও আন্দোলনের উদ্যোগে ১৭ দফা দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাজবাড়ী রোডে মঙ্গলবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এ সময় সংগঠনের যুগ্ম মহাসচিব ফেডরিক মুকুল বিশ্বাসের সভাপতিত্বে ও মহাসচিব এ কে এম রিপন আনসারীর উপস্থাপনায় অনুষ্ঠিত নাগরিক সভা অনুষ্ঠিত হয়।
×