ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

গোবিন্দগঞ্জে শিক্ষকের বাড়িতে ডাকাতি ॥ মা-মেয়ে আহত

প্রকাশিত: ০৬:৪৮, ৮ জুলাই ২০১৮

গোবিন্দগঞ্জে শিক্ষকের বাড়িতে ডাকাতি ॥ মা-মেয়ে আহত

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৭ জুলাই ॥ গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের শিহিপুর গ্রামে শুক্রবার রাতে এক স্কুল শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনায় দুর্বৃত্তরা টাকা, স্বর্ণালঙ্কার ও একটি মোটরসাইকেলসহ প্রায় ৬ লাখ টাকার সম্পদ লুট করে নিয়ে গেছে। এ সময় ডাকাতের হামলায় বাড়ির গৃহিণী ঝর্ণা বেগম ও তার মেয়ে সুমি বেগম গুরুতর আহত হয়। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে ডাকাত দল মালামাল নিয়ে পালিয়ে যায়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানায়, গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের শিহিপুর গ্রামের শফিকুল ইসলামের বাড়ির প্রাচীর টপকে একদল ডাকাত ভেতরে ঢোকে। তারপর দরজা ভেঙ্গে দুর্বৃত্তরা শফিকুল ইসলামকে তার শয়ন ঘরে আটকে রেখে তার মেয়ে সুরভি আকতার সুমির ঘরে প্রবেশ করে। তারা তাকে মারপিটে গুরুতর জখম করে নগদ টাকা স্বর্ণালঙ্কার নিয়ে যায়। সুমির চিৎকারে অন্য ঘর থেকে তার মা ঝর্ণা বেগম এগিয়ে এলে ডাকাতরা তার ওপর হামলা করে তাকেও আহত করে। চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে ডাকাতরা যাওয়ার সময় শফিকুলের মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। শফিকুল পার্শ্ববর্তী কালাই উপজেলার মোসলেমগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সাতকানিয়ায় শিবিরের ২ ক্যাডার গ্রেফতার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ পুলিশী অভিযানে সাতকানিয়ায় গ্রেফতার হয়েছে জামায়াত শিবিরের দুই ক্যাডার। এরা হচ্ছে নিজাম উদ্দিন ও মোঃ শাহাদাত হোসেন। শুক্রবার গভীর রাতে এদের গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। সাতকানিয়া পুলিশ জানায়, পুলিশের ওপর হামলা, বিস্ফোরক নাশকতা সৃষ্টিসহ একাধিক মামলার আসামি এরা। তাদের বিরুদ্ধে ২০১৩ ও ২০১৪ সালে সাতকানিয়ায় বিভিন্ন এলাকায় নাশকতা সৃষ্টিসহ ত্রাস সৃষ্টির অভিযোগের মামলা রয়েছে।
×