ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

জামালপুরে চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই

প্রকাশিত: ০৭:১২, ৪ জুলাই ২০১৮

জামালপুরে চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ৩ জুলাই ॥ ইসলামপুর উপজেলায় চালককে হত্যা করে মোটরসাইকেলটি ছিনতাই করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। সোমবার রাতে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের টুংরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক আবু বক্কর নূরী (৫০) গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর গ্রামের মৃত সদর উদ্দিন শেখের ছেলে। টুংরাপাড়ায় রাস্তার পাশ থেকে পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করে জামালপুর মর্গে পাঠিয়েছে পুলিশ। জানা গেছে, আবু বক্কর নূরী জামালপুরের ইসলামপুর-গাইবান্ধা ইউনিয়ন-বকশীগঞ্জ সড়কে ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সোমবার রাতে তিনি দুর্বৃত্তদের কবলে পড়েন। দুর্বৃত্তরা যাত্রীবেশে আবু বক্কর নূরীর মোটরসাইকেলে গাইবান্ধা ইউনিয়নের দিকে যাওয়ার পথে রাত আটটার দিকে টুংরাপাড়া এলাকায় তার পা বেঁধে তাকে হত্যা করে মোটরসাইকেলটি নিয়ে কেটে পড়ে। এর কিছুক্ষণ পর ওই পথের অন্য যাত্রীরা রাস্তার পাশে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। ইসলামপুর থানা পুলিশ রাতেই তার লাশ উদ্ধার করে। ঝিনাইদহে যুবক নিজস্ব সংবাদদাতা ঝিনাইদহ থেকে জানান, শৈলকুপা উপজেলার দুলালপুর গ্রামের মাঠ থেকে অজ্ঞাত যুবকের (৩০) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে মৃতদেহটি উদ্ধার করা হয়। শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন জানান, মঙ্গলবার সকালে দুলালপুর গ্রামের মাঠে ক্যানেলের ধারে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠায়। পিরোজপুরে ছাত্রী নিজস্ব সংবাদদাতা পিরোজপুর থেকে জানান, মঠবাড়িয়া থানা পুলিশ সুমাইয়া আক্তার রিপা (১৪) নামের এক মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত লাশ সোমবার রাতে উদ্ধার করেছে। তার মৃত্যু রহস্যজনক সন্দেহে পুলিশ তদন্ত করছে। নিহত মাদ্রাসাছাত্রী সুমাইয়া উপজেলার বকসির ঘটিচোরা গ্রামের সৌদি প্রবাসী মোঃ রিপন পেয়াদার মেয়ে। সে স্থানীয় নলী জয়নগর কাদেরিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী। জানা গেছে, উপজেলার বকসির ঘটিচোরা গ্রামের সৌদি প্রবাসী রিপন পেয়াদার সঙ্গে গত ১২ বছর আগে তার স্ত্রীর বিয়ে বিচ্ছেদ ঘটে। এ সময় শিশু সুমাইয়াকে তার বাবার কাছে রেখে মা অন্যত্র ঘর সংসার শুরু করে। সুমাইয়া নলী তুলাতলা গ্রামের নানা মৃত ইউসুফ হাওলাদারের বাড়িতে থেকে স্থানীয় একটি মাদ্রাসায় নবম শ্রেণীতে লেখাপড়া করে আসছিল। সোমবার ওই মাদ্রাসাছাত্রীর নানি এক অসুস্থ নিকট আত্মীয়কে দেখতে গেলে সুমাইয়া বাড়িতে একা থাকে। রাত নয়টার দিকে প্রতিবেশীরা সুমাইয়ার কোন সাড়া শব্দ না পেয়ে ডাকাডাকি করে দরজা না খোলায় প্রতিবেশীরা থানা পুলিশে খবর দেয়।
×