ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সৌরবিদ্যুতে আলোকিত নান্দাইলের গ্রামীণ জনপদ

প্রকাশিত: ০৭:০৯, ৪ জুলাই ২০১৮

সৌরবিদ্যুতে আলোকিত নান্দাইলের গ্রামীণ জনপদ

সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ, ৩ জুলাই ॥ নান্দাইল উপজেলার প্রত্যন্ত অঞ্চলের গ্রামীণ জনপদ এখন সৌর বিদ্যুতের আলোয় আলোকিত। সন্ধ্যার পর গ্রামীণ রাস্তা-ঘাটে জ্বলে উঠে সৌর বিদ্যুতের আলো। জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণ কর্মসূচীর আওতায় সৌর বিদ্যুতের এ বাতি বসানো হয়েছে। ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের কানারামপুর থেকে জামতলা বাজার পর্যন্ত ত্রিশ কিলোমিটার সড়কজুড়ে এই সোলার স্টিক লাইট লাগানো হয়। এছাড়াও উপজেলার ১২ ইউনিয়ন ও পৌরসভার প্রত্যেকটি হাটবাজার, বিভিন্ন রাস্তার মোড়, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানের সামনে দেড় শতাধিক পয়েন্টে স্টিলের বিশেষ ধরনের সোলার প্যানেলে এ বাতি বসানো হয়েছে। স্টিক লাইট ছাড়াও উপজেলার অতিদরিদ্র পরিবারের মাঝে ৩০ ওয়ার্ডের সোলার বাতি বিতরণ করা হয়েছে। এই বিষয়ে মুশুলি চৌরাস্তা বাজারের ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, এই বাজারটিতে রয়েছে চারটি রাস্তা। চৌরাস্তা হওয়ায় এখানে চুরি-ডাকাতি বেশি হতো। এখন বিদ্যুত চলে যাওয়ার পরও আলো জ্বলে থাকে। সৌরবিদ্যুতের স্টিক লাইট দেয়ার পর আমরা অনেকটাই নিরাপদে ব্যবসা করে যাচ্ছি। চন্ডীপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক ভূঁইয়া বলেন, ‘আমার ইউনিয়নে এমন একটি মসজিদ, মাদ্রাসা, পাঞ্জাখানা, শিক্ষাপ্রতিষ্ঠান, হাটবাজার বাকি নেই সেখানে সোলার দেয়া হয়নি। আমি এখন সৌরবিদ্যুতে আলোকিত ইউনিয়ন বলতে পারি।’
×