ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বিএসএমএমইউর ৪২৮ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রকাশিত: ০৫:১১, ৩ জুলাই ২০১৮

বিএসএমএমইউর ৪২৮ কোটি টাকার বাজেট ঘোষণা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ২০১৮-২০১৯ অর্থবছরের জন্য ৪২৮ কোটি ২১ লাখ ১০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গত বছর (২০১৭-২০১৮) বাজেটের পরিমাণ ছিল ৩৬৭ কোটি ৪০ লাখ ৫৮ হাজার টাকা (সংশোধিত)। বাজেটের শতকরা হারে বৃদ্ধির পরিমাণ ১৬.৫৫%। সোমবার বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের নিচতলায় ডাঃ মিল্টন হলে দুপুর ১টায় আয়োজিত সংবাদ সম্মেলনে বাজেট সম্পর্কিত এ তথ্য তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোহাম্মদ আলী আসগর মোড়ল। এ সময় উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডাঃ সাহানা আখতার রহমান, সাবেক ডিন ও সাবেক জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক ডাঃ এম ইকবাল আর্সলান, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডাঃ গাজী শামীম হাসান, রেজিস্ট্রার অধ্যাপক ডাঃ এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডাঃ মোঃ হাবিবুর রহমান দুলাল, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ আবু নাসার রিজভী, পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ আব্দুস সোবহান, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আব্দুল্লাহ আল হারুন, গ্রন্থাগারিক ও পরিচালক (অধিকতর উন্নয়ন প্রকল্পসমূহ) অধ্যাপক ডাঃ মোঃ মনিরুজ্জামান খান, অধ্যাপক ডাঃ সৈয়দ মোজাফফর আহমেদ, চীফ এস্টেট অফিসার ডাঃ এ কে এম শরীফুল ইসলাম প্রমুখ। সিন্ডিকেট সভায় বাজেট উপস্থাপন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোহাম্মদ আলী আসগর মোড়ল। অনুন্নয়ন বাজেট ॥ সংবাদ সম্মেলনে কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোহাম্মদ আলী আসগর মোড়ল লিখিত বক্তব্যে জানান, ৪২৮ কোটি ২১ লাখ ১০ হাজার টাকার মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় হতে ১৯২ কোটি টাকা (৪৪.৮৪%) এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে ১০৫ কোটি ৬০ লাখ (২৪.৬৬%) টাকা অনুদান পাওয়া যাবে এবং নিজস্ব আয় থেকে ব্যয় নির্বাহের পরিমাণ ধরা হয়েছে ৩১ কোটি (৭.২৪%) টাকা। ফলশ্রুতিতে ২০১৮-১৯ অর্থবছরে সামগ্রিক ঘাটতির পরিমাণ দাঁড়াবে ৯৯ কোটি ৬১ লাখ ১০ হাজার (২৩.২৬%) টাকা। গবেষণা বাজেট ॥ কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোহাম্মদ আলী আসগর মোড়ল আরও বলেন, ২০১৭-১৮ অর্থবছরে গবেষণা খাতে ৭ কোটি ৯৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছিল। চলতি অর্থবছরে গবেষণা বাবদ ১০ কোটি ৯৫ লাখ টাকা বরাদ্দ ধরা হয়েছে। এর মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় অনুদান ৬ কোটি ১৫ লাখ টাকা (৫৬.১৬%), বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ৪ কোটি (৩৬.৫৩%) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (বিশেষ) ৮০ লাখ টাকা (৭.৩১%) বরাদ্দ রাখা হয়েছে, যা গবেষণা খাতে এই পর্যন্ত সর্বোচ্চ বাজেট।-বিজ্ঞপ্তি
×