ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

এনায়েতপুরে আরও ১১ বাড়ি নদীতে

প্রকাশিত: ০৭:১০, ২৪ জুন ২০১৮

এনায়েতপুরে আরও ১১ বাড়ি নদীতে

সংবাদদাতা, বেলকুচি, সিরাজগঞ্জ, ২৩ জুন ॥ এনায়েতপুরে যমুনা নদীর ভাঙন অব্যাহত রয়েছে। শুক্রবার থেকে শনিবার দুপুর পর্যন্ত আরও ১১টি বাড়ি নদীতে বিলীন হয়েছে। এদিকে জনপ্রতিনিধি ও পাউবোর কর্মকর্তারা ভাঙনরোধে কোন ব্যবস্থা নিচ্ছে না এমন অভিযোগ ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটানো নদী পাড়ের বাসিন্দাদের। সরেজমিন জানা গেছে, এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ এ্যান্ড হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় থেকে পাচিল পর্যন্ত সাড়ে ৫ কিলোমিটার এলাকাজুড়ে চলছে যমুনার তীব্র ভাঙন। প্রতিনিয়তই নদীর পেটে যাচ্ছে বসতবাড়ি, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, দোকানসহ বিভিন্ন স্থাপনা। শুক্রবার দুপুরে ব্রাহ্মণগ্রাম ও আড়কান্দি চরে গিয়ে দেখা গেছে- শাহজাহান আলী, ওসমান গণি, নজরুল ইসলাম, শহিদুল ইসলাম ও আকলিমা খাতুনের বসতবাড়িতে যমুনার হিং¯্রতা বারবার আছড়ে পড়ছে। তারা তাদের শেষ সম্বল টিনের চালা ও অন্যান্য আসবার সরিয়ে নিচ্ছে নিরাপদ স্থানে। বাড়ির বৃদ্ধ ও শিশুরা প্রচ- রোধের মধ্যে খেলা আকাশের নিচে অসহায়ভাবে তাকিয়ে আছে যমুনার দিকে। এছাড়া পাশেই একটি পাকা মুদিখানা দোকানের গ্রিল, সাটার ভেঙে ফেলা হচ্ছে। মালামাল ভ্যানে তোলা হচ্ছে। আসামি ছিনতাই ॥ দুই পুলিশ আহত নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২৩ জুন ॥ বড়াইগ্রামে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করতে গিয়ে মাদক বিক্রেতা ও তার সহযোগীদের হামলার শিকার হয়েছে এএসআই মতিউর রহমান ও শিবলু রহমান নামে পুলিশের দুই কর্মকর্তা। শনিবার ভোরে উপজেলার জলন্দা গ্রামে মাদকবিরোধী অভিযান চালানোর সময় আহত হন ওই দুই পুলিশ সদস্য। এ সময় ওয়ারেন্টভুক্ত মাদক বিক্রেতা জাহিদুল ইসলামকে ছিনিয়ে নেয় তার পরিবারের সদস্য ও সহযোগীরা। পরে বেলা ১১টার দিকে পুলিশের অতিরিক্ত দুই প্লাটুন পুলিশ সদস্য অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করে। তবে জাহিদুলকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
×