ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

বালু উত্তোলনে সেতুতে ধস ॥ চরম দুর্ভোগ

প্রকাশিত: ০৪:৪৩, ১৪ জুন ২০১৮

 বালু উত্তোলনে  সেতুতে ধস ॥  চরম দুর্ভোগ

সংবাদদাতা, পানছড়ি, খাগড়াছড়ি, ১৩ জুন ॥ পানছড়ি উপজেলার ইউপির প্রবেশের মুখেই লোগাং ব্রিজ। বর্তমানে ব্রিজের নির্মাণ কাজ করছে জাকির এন্টারপ্রাইজ। ব্রিজের তলদেশ থেকেই বালু উত্তোলন করে নতুন ব্রিজ নির্মাণের কাজ করার ফলে একমাত্র চলাচলের মাধ্যম পুরাতন ব্রিজের খুঁটির গোড়ায় বর্ষা শুরুর আগেই মাটি ধসে বিশালাকার এলাকা ভেঙ্গে গেছে। যার কারণে ১২ জুন সন্ধ্যা থেকে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েছে পথচারীরা। এ দিকে বালু উত্তোলনের ঘটনা ধাপা-চাপা দিতে জাকির এন্টারপ্রাইজের লোকজন দ্রুত মাটি ভরাটের কাজ করছে। ব্রিজের তলদেশ থেকে বালু উত্তোলনের বিষয়ে এর আগেও বিভিন্ন মিডিয়ায় লেখালেখি ও প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও রাতের অন্ধকারে বালু উত্তোলন করে কাজ চালিয়ে গেছে জাকির এন্টারপ্রাইজ। বর্তমানে যে নতুন ব্রিজটি নির্মাণ করছে সেটিও কতটুকু টেকসই হবে তা নিয়ে এখন জনমনে প্রশ্ন। ঘটনারস্থলে থাকা জাকির এন্টারপ্রাইজের ম্যানেজার সেলিম ব্রিজের তলদেশ থেকে বালি উত্তোলন করার কথা স্বীকার করে বলেন, আসলে ব্রিজের তলদেশ না ২০-৫০ গজ দূর থেকেই বালি নিচ্ছি, তাছাড়া সহকারী ঠিকাদার জসিম থেকে আমরা বালু ক্রয় করেছি প্রতি ট্রাক্টর ৫০০ টাকা করে। জসিম উদ্দিন জানায়, সে বালু লিজ নিয়েছে তবে মৌখিক ভাবে। এলাকার ইউপি সদস্য সাহেব আলী জানায়, ব্রিজের তলদেশ থেকেই বালু নিয়েই নতুন ব্রিজ নির্মাণের কাজ চলছে দীর্ঘদিন। উপস্থিত বিভিন্ন সম্প্রদায়ের লোকজন জানায়, ব্রিজ এলাকা থেকে মাটি উত্তোলন করা যায় না সেটা তাদের জানা ছিল না। এ বিষয়ে এখন তারা সতর্ক থাকবে বলে জানায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম জানায়, তিনি পানছড়িতে যোগদানের পর বালুর কোন টেন্ডার হয়নি। অবৈধভাবে কেউ যদি বালু উত্তোলন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
×